Advertisement
E-Paper

ঘরোয়া ক্রিকেট খেলা উচিত, শুধু এনসিএ-তে পড়ে থাকলে হবে না! অস্ট্রেলিয়া সফরের আগে আবার রোহিত, কোহলিকে খোঁচা গম্ভীরের

সামনেই অস্ট্রেলিয়া সফর। সেখানে এক দিনের সিরিজ়ে খেলতে দেখা যাবে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে। সেই সিরিজ়ের আগে দুই ক্রিকেটারকে খোঁচা মারলেন কোচ গৌতম গম্ভীর।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৫ ১৩:০৩
cricket

(বাঁ দিক থেকে) বিরাট কোহলি, গৌতম গম্ভীর ও রোহিত শর্মা। —ফাইল চিত্র।

২২৪ দিন পর আবার ভারতের জার্সিতে দেখা যাবে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে। আগামী রবিবার থেকে অস্ট্রেলিয়ার মাটিতে এক দিনের সিরিজ় শুরু ভারতের। সেখানে খেলবেন দুই ক্রিকেটার। সেই সিরিজ়ের আগে রোহিত, কোহলিকে খোঁচা মারলেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর। পাশাপাশি ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপে রোহিত, কোহলিকে খেলানো হবে কি না, তা নিয়ে এখনও ধোঁয়াশা রেখে দিলেন গম্ভীর।

দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজ়কে হারিয়ে সিরিজ় জিতে সাংবাদিক বৈঠকে রোহিত, কোহলিকে নিয়ে কথা বলেন গম্ভীর। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, পরের এক দিনের বিশ্বকাপে কি দুই ক্রিকেটারকে দেখা যাবে? জবাবে গম্ভীর বলেন, “ওরা দুর্দান্ত ক্রিকেটার। ওদের অভিজ্ঞতার মূল্য অনেক বেশি। তবে ২০২৭ সালের বিশ্বকাপ এখনও আড়াই বছর দূরে। এখন বর্তমানেই থাকতে চাই।” দুই ক্রিকেটারের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা রাখলেও গম্ভীর আশাবাদী, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভাল খেলবেন তাঁরা। দলের প্রধান কোচ বলেন, “রোহিত, কোহলি ফেরায় দলের শক্তি বেড়েছে। আশা করছি, অস্ট্রেলিয়ায় ওরা ভাল খেলবে। পাশাপাশি গোটা দলও সেখানে ভাল খেলবে।”

চলতি বছর চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে দেশের জার্সিতে খেলেননি তাঁরা। মাঝে আইপিএলে খেলেছেন বটে, কিন্তু ঘরোয়া ক্রিকেটে দেখা যায়নি দু’জনকে। সেই ঘরোয়া ক্রিকেটে নিয়েই দু’জনকে খোঁচা মেরেছেন গম্ভীর। তিনি বলেন, “দেশের হয়ে খেলার আগে এই দলের অনেকেই ভারত ‘এ’ দলের হয়ে খেলছে। আরও অনেকে আছে যারা অনূর্ধ্ব-১৯, বিজয় হজারে, রঞ্জির মতো ঘরোয়া ক্রিকেট খেলছে। ওদের নিয়ে আমি খুব খুশি। আমি মনে করি, পেশাদার ক্রিকেটার হিসাবে আমাদের ঘরোয়া ক্রিকেট খেলা উচিত। শুধু এনসিএ (বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি)-তে গিয়ে পড়ে থাকলেন হবে না। খেলতে হবে। নইলে দলে সুযোগ পাওয়া কঠিন।”

বস্তুত, রোহিত ও কোহলি চ্যাম্পিয়ন্স ট্রফির পর ঘরোয়া ক্রিকেট খেলেননি। মাঝে এনসিএ-তে গিয়ে ১০ কেজি ওজন ঝরিয়েছেন রোহিত। সেখানে অনুশীলন করেছেন। কোহলিও লন্ডনে আলাদা করে অনুশীলন করেছেন। কিন্তু তাঁদের কাউকে ঘরোয়া ক্রিকেটে দেখা যায়নি। গত বছরও ঘরোয়া ক্রিকেট খেলা নিয়ে ‘ফতোয়া’ জারি করেছিলেন গম্ভীর। তাঁর চাপেই রোহিত ও কোহলি একটি করে রঞ্জি ম্যাচও খেলেছিলেন। কিন্তু এ বার তাঁরা খেলেননি। আরও এক বার সে কথা মনে করিয়ে খোঁচা মারলেন গম্ভীর।

কোচ যখন সাংবাদিক বৈঠকে এই সব কথা বলছেন, তার কিছু ক্ষণ আগেই লন্ডন থেকে দিল্লিতে ফিরেছেন কোহলি। বিমানবন্দর থেকে বার হতে দেখা গিয়েছে তাঁকে। বুধবার সকালে তাঁর অস্ট্রেলিয়া উড়ে যাওয়ার কথা। ভারতীয় দল ব্যাচে ব্যাচে অস্ট্রেলিয়া যাবে। প্রথমে কোহলি, রোহিত-সহ কয়েক জন ক্রিকেটার রওনা দেবেন। কোচ গম্ভীর, অধিনায়ক শুভমন-সহ বাকিরা বুধবার সন্ধ্যায় রওনা দেবেন অস্ট্রেলিয়া।

দিল্লির উইকেট দেখে অখুশি গম্ভীর:

নিজে ঘরোয়া ক্রিকেট খেলেছেন দিল্লির হয়ে। অধিনায়কও ছিলেন। সেই মাঠের পিচই হতাশ করেছে তাঁকে। গম্ভীর বলেন, “আমি বলছি না অহমদাবাদের মতো আড়াই দিনে টেস্ট শেষ হওয়া উচিত। কিন্তু উইকেটে পেসারদের জন্য তো কিছু থাকবে। বিশেষ করে যখন আমাদের দলে দুই সেরা পেসার রয়েছে। কিন্তু এই উইকেটে কিচ্ছু ছিল না। যা ছিল, স্পিনারদের জন্য। এই ধরনের উইকেটে খেললে দেশের ক্রিকেটের লাভ হবে না। টেস্ট ক্রিকেটেরও উন্নতি হবে না।”

ওয়েস্ট ইন্ডিজ়ের লড়াইয়ে খুশি গম্ভীর:

অহমদাবাদে অসহায় আত্মসমর্পণ করলেও দিল্লিতে খেলা পঞ্চম দিনে নিয়ে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ়। জন ক্যাম্পবেল ও শাই হোপ শতরান করেছেন। ওয়েস্ট ইন্ডিজ়ের খেলায় খুশি গম্ভীর। ভারতের প্রধান কোচ বলেন, “ওরাও তো নিজেদের দেশকে প্রতিনিধিত্ব করছে। আমি ওদের খেলা দেখে খুব খুশি। এই টেস্ট ওদের আত্মবিশ্বাস দেবে। আমার মনে হয় টেস্টের উন্নতির জন্য ওয়েস্ট ইন্ডিজ়ের ভাল খেলা খুব জরুরি। সেটা এই টেস্টে দেখা গিয়েছে।”

শুভমনই যোগ্য নেতা, মত গম্ভীরের:

ভারতের টেস্ট দলের অধিনায়ক হওয়ার কয়েক মাসের মধ্যে এক দিনের দলেরও অধিনায়ক হয়েছেন শুভমন। তাঁর অধিনায়ক হওয়া নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলেছেন। কিন্তু গম্ভীর মনে করেন, শুভমনই যোগ্য। তিনি বলেন, “শুভমন ইংল্যান্ডে কী ভাবে নেতৃত্ব দিয়েছে, সেটা সকলে দেখেছে। প্রথম সিরিজ়ে অনভিজ্ঞ দল নিয়ে ইংল্যান্ডে গিয়ে সিরিজ় ড্র সহজ নয়। সবচেয়ে বড় ব্যাপার হল দলের বাকিরা শুভমনকে অধিনায়ক হিসাবে কী ভাবে গ্রহণ করেছে সেটাও দেখুন। সকলে ওকে অধিনায়ক মেনে নিয়েছে। আগামী দিনেও শুভমন দলকে সাফল্য দিয়ে যাবে।”

Gautam Gambhir Virat Kohli Rohit Sharma India Cricket
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy