জুন মাসে ইংল্যান্ড সিরিজ় শুরু। তার প্রায় এক মাস আগে, ২৩ মে সেই সিরিজ়ের দল নির্বাচন করবে ভারতীয় বোর্ড। তার আগে ভারতের এক ‘প্রভাবশালী’ প্রাক্তন ক্রিকেটার বিরাট কোহলিকে বোঝাবেন, কেন তাঁর এখনই টেস্ট থেকে অবসর নেওয়া উচিত নয়। ইংল্যান্ড সিরিজ়ে খেলানোর গুরুত্বও বোঝানো হবে।
দল নির্বাচনের আগে বোর্ডের কর্তারা বৈঠকে বসবেন। ঠিক কোথায় এই বৈঠক হবে তা জানা যায়নি। তবে পরিকল্পনা করেই একটি সাংবাদিক বৈঠকে নতুন টেস্ট অধিনায়ককে প্রকাশ্যে আনা বলে জানা গিয়েছে। আগামী দু’দিনের মধ্যে ভারত ‘এ’ দল নির্বাচন করা হবে।
‘প্রভাবশালী’ প্রাক্তন ক্রিকেটারকে দিয়ে বর্তমান ক্রিকেটারদের কিছু বোঝানোর নজির আগেও রয়েছে। রোহিত শর্মা অবসর ঘোষণা করার আগেও নাকি এক ‘প্রভাবশালী’ ক্রিকেটার তাঁর সঙ্গে কথা বলেছিলেন বলে জানা গিয়েছে।
কোহলি নিজের সিদ্ধান্ত বদলে টেস্টে খেলা চালিয়ে যাবেন কি না, তা অজানা। তবে কিছু মহলে আশা রয়েছে। কারণ যে ‘প্রভাবশালী’কে বোর্ড বেছে নিয়েছেন, তিনি কোহলির খুবই কাছের। কোহলি নিজেও তাঁকে সমীহ করেন। ফলে অবসর নেবেন বলে যে ই-মেল পাঠিয়েছেন বোর্ডকে, তা থেকে সরে আসতে পারেন।
টেস্টে ১০ হাজার রানের কাছেই রয়েছেন কোহলি। মাত্র ৭৭০ রান দূরে। কিছু দিন আগেও টেস্টে তাঁর গড় ৫০-এর আশেপাশে ছিল। খারাপ ফর্মের কারণে তা এখন ৪৬-এর আশেপাশে। তবে কোহলি যদি আরও কিছু দিন টেস্ট খেলেন তা হলে ১০ হাজার রান করে ফেলতে পারবেন।
আরও পড়ুন:
প্রথমে জানা গিয়েছিল, কোহলি ইংল্যান্ড সিরিজ়ে খেলতে রাজি নন। কিন্তু টেস্ট থেকেই যে অবসর নিতে চান এটা অনেকেই ভাবতে পারেননি। কিছু দিন আগেও টেস্ট খেলার জন্য গর্ববোধ করতে কোহলি। টেস্টের প্রতি তাঁর দায়বদ্ধতা কুর্নিশও করেছে ক্রিকেটবিশ্ব। বলেছে, কোহলির মতো ক্রিকেটারের জন্যই এখনও টেস্ট ক্রিকেট বেঁচে।
ইংল্যান্ডে অবশ্য কোহলির নজির খুব ভাল নয়। ১৭টি টেস্টে ১০৯৬ রান করেছেন। গড় ৩৩.২১। দু’টি শতরান এবং পাঁচটি অর্ধশতরান রয়েছে।