এ বারের আইপিএল হতে পারে ভারতের মাটিতেই। তবে করোনা সংক্রমণের কারণে তা হতে পারে তিনটি স্টেডিয়ামে। মুম্বই এবং পুণের তিনটি স্টেডিয়ামে খেলা হবে। সংবাদ সংস্থা এএনআই-কে বোর্ডের এক সূত্র এ কথা জানিয়েছেন। এটাও জানা গিয়েছে, দর্শকশূন্য হতে পারে এ বারের আইপিএল। আগামী ২৭ মার্চ থেকে প্রতিযোগিতা শুরু হওয়ার কথা। তবে ভারত বনাম শ্রীলঙ্কা সিরিজের শেষ ম্যাচ হবে ১৮ মার্চ। বোর্ডের নিয়মানুযায়ী শেষ সিরিজ এবং আইপিএল শুরু হওয়ার মধ্যে ১৪ দিন বিরতি থাকতে হবে। সে ক্ষেত্রে ২ এপ্রিলও প্রতিযোগিতা শুরু হতে পারে।
বোর্ডের এক সূত্রকে উদ্ধৃত করে এএনআই জানিয়েছে, আপাতত ওয়াংখেড়ে স্টেডিয়াম, ব্রেবোর্ন স্টেডিয়াম এবং ডিওয়াই পাটিল স্টেডিয়ামে ম্যাচগুলি হওয়ার কথা রয়েছে। পাশাপাশি পুণের গাহুঞ্জের মহারাষ্ট্র ক্রিকেট সংস্থার স্টেডিয়ামেও হওয়ার কথা রয়েছে এই প্রতিযোগিতা। তবে একান্তই ভারতে করা না গেলে, সংযুক্ত আরব আমিরশাহিকে বিকল্প হিসেবে ভেবে রাখা হয়েছে। তবে আর একটি সংবাদমাধ্যম জানিয়েছে, আমিরশাহি নয়, দক্ষিণ আফ্রিকায় করা হতে পারে আইপিএল।