এ বারের আইপিএল কি ভারতে হওয়া সম্ভব? না হলে কোথায় হবে? এর উত্তর হয়ত খুব শিঘ্রই পাওয়া যাবে। এর জবাব পাওয়ার জন্য শনিবার আইপিএল-এর ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তাদের এবং আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যানের ভার্চুয়াল বৈঠকে বসার কথা।
দু’টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার জন্যই এই বৈঠক ডাকা হয়েছে। প্রথমত, কোভিডের জন্য যদি শেষ পর্যন্ত আইপিএল ভারতে করা না যায়, তা হলে বিকল্প কী ব্যবস্থা করা যায়, তা নিয়ে আলোচনা হওয়ার কথা। দ্বিতীয়ত, মিডিয়াস্বত্ব নিয়ে ফ্র্যাঞ্চাইজি মালিকদের অবহিত করা। ২০২৩ থেকে শুরু করে পরবর্তী পাঁচ বছরে এই মিডিয়াস্বত্বের উপরেই আইপিএল-এর আর্থিক দিকটি অনেকটাই নির্ভর করছে।
একটি ইংরাজি দৈনিকের খবর অনুযায়ী, এ বারের আইপিএল ভারতেই করার আপ্রাণ চেষ্টা করা হবে। কোভিডের কারণে তা সম্ভব না হলে আইপিএল বিদেশে সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে। এর জন্য দৌড়ে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহি, দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কা। সূত্রের খবর, ভারতে আইপিএল না হলে দক্ষিণ আফ্রিকাই প্রথম পছন্দ বোর্ড কর্তাদের।