Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Jemimah Rodrigues

The Hundred: ইংল্যান্ডের ঘরোয়া লিগে খেলতে গিয়ে চোট পেলেন ভারতীয় ক্রিকেটার

ভারতের মহিলা দলের ক্রিকেটার জেমাইমা রদ্রিগেজ চোট পেলেন। দ্য হান্ড্রেড প্রতিযোগিতায় মাত্র দুটো ম্যাচ খেলেই বিদায় নিলেন তিনি।

—প্রতীকী চিত্র

সংবাদ সংস্থা
বার্মিংহাম শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২২ ১৮:৫০
Share: Save:

ইংল্যান্ডের দ্য হান্ড্রেড প্রতিযোগিতায় খেলছিলেন জেমাইমা রদ্রিগেজ। কিন্তু চোটের কারণে মাত্র দুটো ম্যাচ খেলেই ফিরতে হচ্ছে তাঁকে। নর্দার্ন সুপারচার্জার দলে খেলতেন জেমাইমা।

কমনওয়েলথ গেমসে রুপো পেয়েছে ভারত। সেই দলের সদস্য ছিলেন জেমাইমা। দ্য হান্ড্রেড প্রতিযোগিতার ওয়েবসাইটে লেখা হয়, ‘নর্দার্ন সুপারচার্জারের ব্যাটার জেমাইমা রদ্রিগেজ চোটের জন্য দ্য হান্ড্রেডে খেলতে পারবেন না। প্রতিযোগিতা ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছেন তিনি।’ কমনওয়েলথে বার্বাডোজের বিরুদ্ধে খেলার সময় কব্জিতে চোট পেয়েছিলেন জেমাইমা। সেই নিয়েই খেলেছিলেন তিনি। কমনওয়েলথ গেমসে সর্বাধিক রানের তালিকায় পঞ্চম স্থানে শেষ করেছিলেন জেমাইমা। ১৪৬ রান করেন তিনি।

আগামী মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে ভারতের মহিলা দল। তার আগে জেমাইমাকে সুস্থ হিসাবে পেতে চাইবে তারা। তিনটি টি-টোয়েন্টি এবং তিনটি এক দিনের ম্যাচ খেলার কথা ভারতের। ১০ সেপ্টেম্বর থেকে শুরু হবে সেই সফর।

নর্দার্ন সুপারচার্জার দলে খেলতেন জেমাইমা।

নর্দার্ন সুপারচার্জার দলে খেলতেন জেমাইমা। —ফাইল চিত্র

২১ বছরের জেমাইমা দ্য হান্ড্রেডে প্রথম ম্যাচে ৩২ বলে ৫১ রান করেন ওভাল ইনভিন্সিবলের বিরুদ্ধে। দ্বিতীয় ম্যাচে লন্ডন স্পিরিটের বিরুদ্ধে মাত্র দু’রান করেন তিনি। জেমাইমার বদলে সুপারচার্জার দলে যোগ দিলেন আয়ারল্যান্ডের গ্যাবি লুইস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Jemimah Rodrigues The Hundred Team India Women
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE