Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Jos Buttler

নিজে সুস্থ হলেও টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কার চোট চিন্তায় রেখেছে ইংল্যান্ড অধিনায়ককে?

ক্রিকেট মাঠে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া মুখোমুখি মানেই বাড়তি উত্তেজনা। তা থেকে দূরে থাকতে চান না বাটলার। পাকিস্তানের বিরুদ্ধে শেষ দু’টি ম্যাচ খেলতে পারতেন। বিশ্বকাপের জন্য ঝুঁকি নেননি।

লিভিংস্টোনের চোট নিয়ে চিন্তায় বাটলার।

লিভিংস্টোনের চোট নিয়ে চিন্তায় বাটলার। ছবি: টুইটার।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২২ ২০:১২
Share: Save:

চোটের জন্য পাকিস্তান সফরে গিয়েও খেলতে পারেননি জস বাটলার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সিরিজ়ে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছেন ইংল্যান্ড অধিনায়ক। ক্রিকেট মাঠে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া মুখোমুখি মানেই বাড়তি উত্তেজনা। সেই উত্তেজনা থেকে দূরে থাকতে চান না বাটলার।

বিশ্রাম নিয়ে সম্পূর্ণ ফিট বাটলার। অ্যারন ফিঞ্চদের বিরুদ্ধে নিজেকে উজাড় করে দিয়ে চান। পাকিস্তানের বিরুদ্ধে শেষ দু’টি ম্যাচ হয়তো খেলতে পারতেন। কিন্তু সামনে বিশ্বকাপ থাকায় ঝুঁকি নেননি। বাটলার বলেছেন, ‘‘আমি ১০০ শতাংশ নিয়েই ফিরছি। পাকিস্তানে দারুণ সময় কাটিয়েছি। চোটও সেরে গিয়েছে। কয়েক দিন আগেই মাঠে নামতে পারতাম। কিন্তু বিশ্বকাপের কথা ভেবে ঝুঁকি নিতে চাইনি।’’

বাটলার ফিরলেও লিয়াম লিভিংস্টোনের বিশ্বকাপ খেলা নিয়ে নতুন করে সংশয় তৈরি হয়েছে। যা উদ্বেগ বাড়াচ্ছে ইংল্যান্ড শিবিরের। দ্য হান্ড্রেড প্রতিযোগিতা খেলার সময় চোট পেয়েছেন আগ্রাসী ব্যাটার। লিভিংস্টোনের সম্ভাবনা নিয়ে বাটলার বলেছেন, ‘‘লিভিংস্টোন মাঠে ফিরে আসার মতো জায়গায় এখনও আসেনি। আশা করছি বিশ্বকাপ শুরুর আগে সম্পূর্ণ ফিট হয়ে যাবে।’’

দলের ব্যাটিং অর্ডার নিয়ে খুশি বাটলার। উপরের দিকের ব্যাটাররা সকলে ছন্দে থাকায় স্বস্তিতে রয়েছেন। ইংল্যান্ড অধিনায়ক বলেছেন, ‘‘আমাদের হাতে যথেষ্ট বিকল্প রয়েছে। উপরের দিকের ব্যাটাররা সত্যিই দারুণ ছন্দে রয়েছে। অ্যালেক্স হেলস, ফিল সল্টরা দুর্দান্ত বিকল্প।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE