দ্বিতীয় টেস্ট থেকে শুভমন গিল ছিটকে যাওয়ায় ধাক্কা খেয়েছে ভারত। এ বার দক্ষিণ আফ্রিকাও ধাক্কা খেল। জল্পনা চললেও শেষ পর্যন্ত গুয়াহাটিতে খেলতে পারবেন না কাগিসো রাবাডা। ম্যাচের আগের দিন এ কথা জানিয়েছেন অধিনায়ক টেম্বা বাভুমাই।
কলকাতা টেস্টের আগে অনুশীলনে পাঁজরে চোট পেয়েছিলেন রাবাডা। তা এখনও সারেনি। এ দিন বাভুমা বলেন, “কাগিসো দ্বিতীয় টেস্টে খেলতে পারবে না।” পরিবর্ত হিসাবে লুনগি এনগিডির খেলার সম্ভাবনা উজ্জ্বল বলে জানিয়েছেন তিনি। বাভুমার কথায়, “ওকে খেলানোর ইচ্ছা অবশ্যই রয়েছে। তাই জন্যই ওকে এখানে ডাকা হয়েছে। ও জানে নতুন বলে কী করতে পারে। যদি সকালের দিকে পিচের সাহায্য পায় তা হলে নিঃসন্দেহে লুনগি আমাদের প্রধান অস্ত্র হবে। তবে সকালেই সিদ্ধান্ত নিতে চাই। দলে যে-ই আসুক না কেন, সকলের সমর্থন পায়।”
বাভুমার মতে, গুয়াহাটির পিচ দেখে পুরোপুরি উপমহাদেশীয় বলেই মনে হয়েছে। প্রথম দু’দিন ব্যাটারেরা সাহায্য পেতে পারেন। বাভুমার কথায়, “পিচ অনেক তাজা লাগছে। কলকাতার তুলনায় এই পিচে অনেক বেশি ধারাবাহিকতা দেখা যাবে। পুরোপুরি উপমহাদেশীয় পিচ। প্রথম দু’দিন ব্যাট করা যাবে। তার পরে স্পিনারদের ঘূর্ণি দেখা যাবে।”
গুয়াহাটিতে প্রথম বার টেস্ট হচ্ছে। ফলে পিচ দু’দলের কাছেই অচেনা। বাভুমার আশা, এই সুবিধা নিয়ে ২৫ বছর পর ভারতের মাটিতে সিরিজ় জিতে চমকে দিতে পারেন তাঁরা। তিনি বলেছেন, “ছেলেরা দুর্দান্ত মেজাজে আছে। প্রথম টেস্টে যে ভাবে খেলেছিলাম সে ভাবেই খেলব। গুয়াহাটিতে প্রথম টেস্ট খেলতে পারব ভেবে উত্তেজিত। নিশ্চিত ভাবে উত্তেজক একটা টেস্ট হবে। সকলে সে দিকেই তাকিয়ে আছে।”
আরও পড়ুন:
বাভুমা মনে করেন না যে, মধ্যাহ্নভোজের বিরতির আগে চা বিরতি হলে অসুবিধার কিছু আছে। প্রোটিয়া অধিনায়ক বলেছেন, “বদলটা নতুন তাতে সন্দেহ নেই। তবে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। আমরা মানসিক দিক থেকে সে ভাবেই প্রস্তুত করছি নিজেদের।”