আবার বিতর্কে শ্রীসন্থ। ভারতের বিশ্বকাপজয়ী পেসারকে শো কজ় নোটিস দিল কেরল ক্রিকেট সংস্থা (কেসিএ)। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সঞ্জু স্যামসনের সুযোগ না পাওয়া নিয়ে শ্রীসন্থের বক্তব্যের জন্য তাঁকে শো কজ় করা হয়েছে।
বিজয় হজারে ট্রফি (ভারতের ঘরোয়া এক দিনের প্রতিযোগিতা) থেকে সঞ্জুকে বাদ দিয়েছিল কেরল। মেনে নিতে পারেননি শ্রীসন্থ। তিনি সঞ্জুর পাশে দাঁড়িয়েছিলেন। কেসিএ-র দাবি, শ্রীসন্থ অসত্য বলেছেন। সেই কারণে তাঁকে শো কজ় নোটিস পাঠানো হয়েছে।
কেরল ক্রিকেট সংস্থার টি-টোয়েন্টি লিগে কোলাম সেলর্সের অন্যতম মালিক শ্রীসন্থ। সেই কারণে তাঁর কোনও ক্রিকেটারের হয়ে কথা বলা উচিত নয় বলে মনে করে কেসিএ। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, “শ্রীসন্থ যখন জেলে ছিলেন, সেই সময় কেরল ক্রিকেট সংস্থা তাঁর পাশে ছিল। তাঁর সঙ্গে দেখা করতেও গিয়েছিলাম আমরা। কোর্ট তাঁকে ম্যাচ গড়াপেটার দায় থেকে মুক্তি দিয়েছিল। কিন্তু শ্রীসন্থের কখনও কোনও ক্রিকেটারের হয়ে কথা বলা উচিত নয়।”
আরও পড়ুন:
২০১৩ সালে ম্যাচ গড়াপেটার অভিযোগে দিল্লি পুলিশ গ্রেফতার করেছিল শ্রীসন্থকে। রাজস্থান রয়্যালসের তিন ক্রিকেটারকে গ্রেফতার করা হয়েছিল। তাঁদের মধ্যে এক জন ছিলেন শ্রীসন্থ। তাঁকে সারা জীবনের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। পরে যদিও সুপ্রিম কোর্ট শ্রীসন্থকে মুক্তি দেয়। তাঁকে নির্দোষ ঘোষণা করেছিল কোর্ট।
শ্রীসন্থ প্রশ্ন তুলেছেন কেরল ক্রিকেট সংস্থাকে নিয়ে। তিনি বলেন, “অন্য রাজ্য থেকে ক্রিকেটার নিয়ে আসে কেরল। সেটা কেন হবে? রাজ্যের ক্রিকেটারদের কাছে এটা লজ্জার। আন্তর্জাতিক ক্রিকেটার একমাত্র সঞ্জু। ওকে সকলের সাহায্য করা উচিত। সঞ্জু ছাড়া আর কোনও আন্তর্জাতিক ক্রিকেটার তৈরি করতে পারেনি কেরল। অনেক ভাল ভাল ক্রিকেটার আছে আমাদের রাজ্যে। কিন্তু কেসিএ কি তাদের এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে?”