বিশ্ব দাবা সংস্থার (ফিডে) ইভেন্টে আর খেলবেন না ম্যাগনাস কার্লসেন। বিশ্বের অন্যতম সেরা দাবাড়ু আর বিশ্ব দাবা সংস্থার প্রতিযোগিতায় খেলবেন না। তিনি ফ্রিস্টাইল দাবা গ্র্যান্ড স্ল্যাম ট্যুর প্রতিযোগিতায় বেশি মন দেবেন। সেই কারণে ফিডের প্রতিযোগিতায় খেলবেন না বলে জানিয়েছেন। ২০১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত ফিডের প্রতিযোগিতায় বিশ্ব চ্যাম্পিয়ন ছিলেন তিনি।
এই বছর থেকেই কার্লসেনের ফ্রিস্টাইল গ্র্যান্ড স্ল্যাম শুরু হচ্ছে। এর আগে ফিডের সঙ্গে গন্ডগোলে জড়িয়েছিলেন তিনি। এ বার ফিডের প্রতিযোগিতা না খেলার সিদ্ধান্ত নিলেন কার্লসেন। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কার্লসেন বলেন, “আমার সঙ্গে ফিডের সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে। বিশেষ করে এই মুহূর্তে যে কর্তারা রয়েছেন, তাঁদের সঙ্গে।”
কার্লসেন জানিয়েছেন আপাতত কাতারে আয়োজিত বিশ্ব র্যাপিড এবং ব্লিৎজ় চ্যাম্পিয়নশিপে খেলবেন না। ২০১৩ সালের পর এই প্রথম বার কার্লসেন এই প্রতিযোগিতা খেলছেন না। কার্লসেন বলেন, “আমার এই প্রতিযোগিতায় খেলার কোনও প্রশ্নই নেই।”
কিছু দিন আগে ফিডে-র প্রধান আর্কাডি ভোরকোভিচের পদত্যাগ দাবি করেছিলেন কার্লসেন। ফাঁস করেছিলেন তাঁর ব্যক্তিগত কথাবার্তাও। ফিডে এবং ফ্রিস্টাইল দু’টি আলাদা সংস্থা। এই দুই সংস্থার মধ্যে গন্ডগোল। তাতেই ফিডে-র উপর ক্ষুব্ধ কার্লসেন। তিনি ফ্রিস্টাইলের অন্যতম প্রতিষ্ঠাতা।
ফিডে এবং ফ্রিস্টাইলের মধ্যে গন্ডগোলের কারণ প্রতিযোগিতার নাম। দু’টি সংস্থাই ‘বিশ্ব চ্যাম্পিয়নশিপ’ নামে প্রতিযোগিতার আয়োজন করে। কার্লসেনের সঙ্গে ইয়ান হেনরিক বুয়েটনার দাবার নতুন একটি প্রতিযোগিতা তৈরি করেন। রবিবার থেকে যে প্রতিযোগিতা শুরু হওয়ার কথা। সেই প্রতিযোগিতার নাম ‘বিশ্ব চ্যাম্পিয়নশিপ’ দেওয়া হয়েছে, যা নিয়ে আপত্তি ফিডে-র। তাদের দাবি, শুধু তারাই কোনও প্রতিযোগিতার নাম ‘বিশ্ব চ্যাম্পিয়নশিপ’ রাখতে পারবে। কার্লসেনের দাবি, দাবাড়ুদের একটি চুক্তিতে সই করাচ্ছে ফিডে। অন্য কোনও সংস্থার প্রতিযোগিতায় অংশ নিতে বাধা দেওয়ার জন্যই ওই চুক্তি বলে মনে করা হচ্ছে।
কার্লসেন বলেন, “২০২৪ সালের ১৯ ডিসেম্বর আমার বাবাকে ফিডে-র তরফে আশ্বস্ত করা হয়েছিল যে, ফিডে এবং ফ্রিস্টাইলের মধ্যে যা-ই হয়ে যাক, তাতে দাবাড়ুদের কোনও সমস্যা হবে না।” ভোরকোভিচ জানিয়েছেন যে, ফিডে যদি তাঁর দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলে, তা হলে তিনি পদত্যাগ করবেন। কার্লসেনের দাবি, ফিডে সভাপতির পদত্যাগ করা উচিত। কারণ তিনি যে কথা দিয়েছিলেন, তা রাখতে পারেননি।
ফিডে-র তরফে একটি বার্তা দেওয়া হয়েছিল। সেখানে কার্লসেনের সংস্থার দিকেই আঙুল তুলেছিল বিশ্ব দাবা সংস্থা। বলা হয়েছিল, ফ্রিস্টাইলের প্রতিযোগিতায় যোগ্যতা অর্জন পর্ব স্বচ্ছ নয়। সেখানে বাছাই কিছু খেলোয়াড়কে খেলার সুযোগ করে দেওয়া হয়েছে। সেই কারণে ওই প্রতিযোগিতাকে ‘বিশ্ব চ্যাম্পিয়নশিপ’-এর তকমা দেওয়া যাবে না।