ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতির পর শনিবার শুরু হচ্ছে আইপিএল। তবে অনেক বিদেশি ক্রিকেটারই এই পরিস্থিতিতে ভারতে আসতে রাজি হচ্ছেন না। এত দিন এ ব্যাপারে নিশ্চিন্ত ছিল কলকাতা নাইট রাইডার্স। তবে বৃহস্পতিবার ধাক্কা খেল তারা। জানা গিয়েছে, ইংরেজ স্পিনার মইন আলি আইপিএল থেকে নাম তুলে নিয়েছেন। তিনি ভারতে আসবেন না। সমস্যা রয়েছে আর এক ক্রিকেটারকে নিয়েও।
বৃহস্পতিবারই মইনের সিদ্ধান্তের কথা প্রকাশ্যে এনেছে ওয়েবসাইট ‘ইএসপিএন ক্রিকইনফো’। ব্যক্তিগত কারণে আর আইপিএলে খেলতে আসবেন না বলে জানিয়েছেন। এ ছাড়া রভমান পাওয়েলকে নিয়েও ধোঁয়াশা রয়েছে। চোট রয়েছে ওয়েস্ট ইন্ডিজ়ের অলরাউন্ডারের। তা সময়মতো সারতে না-ও পারে। তাই কম মেয়াদের জন্য অন্তত এক জন ক্রিকেটারকে দলে নিতে চাইছে কেকেআর।
ভারত-পাক সংঘাত শুরু হওয়ার পর কেকেআরে থাকা ওয়েস্ট ইন্ডিজ়ের সব ক্রিকেটারই চলে গিয়েছিলেন দুবাইয়ে। মেন্টর ডোয়েন ব্র্যাভোও সেখানে ছিলেন। দুবাইয়েই পাওয়েলের চোটের কথা জানা গিয়েছিল। তবে প্রত্যেকেই বেঙ্গালুরুতে এসে দলের সঙ্গে যোগ দিয়েছেন।
আরও পড়ুন:
কুইন্টন ডি’কক এবং স্পেন্সার জনসন চলে এসেছেন বেঙ্গালুরু। এসেছেন আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজ়ও। বৃহস্পতিবার এবং শুক্রবার বিকেলে চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুশীলন করবে কেকেআর। শনিবার তারা বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে নামবে।