গত আইপিএলে দিল্লি ক্যাপিটালসে যোগ দিয়েছেন লোকেশ রাহুল। আগের মরসুমেই দিল্লির মেন্টর হয়ে আসেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসেন। দু’জনের মধ্যে দারুণ বন্ধুত্ব তৈরি হয়ে যায়। নানা খুনসুটি চলতেই থাকত তাঁদের মধ্যে। তাঁদের সেই মজার সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন ভারতীয় ব্যাটার।
পিটারসেনের খুনসুটি এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে রেহাই পেতে তাঁর স্ত্রীকে নালিশ করেন বসেন রাহুল। ‘টু স্লগার্স’ পডকাস্টে রাহুল বলেছেন, দিল্লি ক্যাপিটালসের সমাজমাধ্যম অ্যাকাউন্টে পিটারসেনের সঙ্গে তাঁর নানা মজার ভিডিয়ো দেখে রসিকতা করতে ছাড়েননি স্ত্রী আথিয়া শেট্টিও। রাহুল বলেছেন, ‘‘আমাদের মজাগুলো একটু অন্যরকম। পিটারসেন খুব স্পোর্টিং। উত্তর দিতে পিছুপা হয় না। একটা ভিডিয়োয় আমি ওকে কিছু একটা বলেছিলাম। সেটা দেখে আমার স্ত্রী বলেছিল, ‘তুমি কেন ওকে এ ভাবে বলছ? পিটারসেন তো খুবই ভাল মানুষ।’ আসলে ওই ভিডিয়োগুলোয় আমাদের খুনসুটির ছোট ছোট অংশ দেখা যায়। সবটা নয়। পিটারসেন আমাকে যা যা বলে, আমার সঙ্গে যা যা করে, সে সবের অর্ধেকও প্রকাশ্যে আসে না। ও আমাকে ১০০ বার খোঁচালে আমি হয়তো কয়েক বার কিছু বলেছি।’’
গত ইংল্যান্ড সফরের সময় এক দিন রাহুলকে বাড়িতে নৈশভোজে নিমন্ত্রণ করেছিলেন পিটারসেন। সে সময় তাঁর স্ত্রীর সাহায্য চান রাহুল। তা নিয়ে হাসতে হাসতে ভারতীয় ব্যাটার বলেছেন, ‘‘ও আমাকে নৈশভোজে আমন্ত্রণ করেছিল। সেই সুযোগে পিটারসেনের স্ত্রীকে বলি, আপনার বরকে বলুন আমাকে একটু দয়া করতে। ও খুবই রূঢ়।’’
আরও পড়ুন:
গত আইপিএলের সময় পিটারসেন এবং রাহুলের খুনসুটির নানা ভিডিয়ো জনপ্রিয় হয়েছিল ক্রিকেটপ্রেমীদের মধ্যে। এক সময় টি-টোয়েন্টি ক্রিকেটে রাহুলের মন্থর ব্যাটিংয়ের অন্যতম সমালোচক ছিলেন পিটারসেন। পরে রাহুলের ব্যাটিংয়ের পরিবর্তন দেখে প্রশংসা করতেও কসুর করেননি ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার।