ভারত-পাকিস্তান সংঘর্ষ পরিস্থিতির কারণে এক সপ্তাহ স্থগিত থাকার পর আবার শুরু হচ্ছে আইপিএল। পরিবর্তিত নতুন সূচি ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। লিগ পর্যায়ের ১২টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে গত বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের। বাকি রয়েছে দু’টি ম্যাচ। দেখে নেওয়া যাক কবে কাদের বিরুদ্ধে খেলতে হবে অজিঙ্ক রাহানেদের।
কেকেআর আবার মাঠে নামবে ১৭ মে। সে দিন রাহানেদের খেলতে হবে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে। সেই ম্যাচ সন্ধ্যা ৭.৩০টা থেকে। লিগ পর্বে কেকেআরের শেষ ম্যাচ ২৫ মে। সেই ম্যাচে প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। সেই ম্যাচটি হায়দরাবাদের মাঠে নয়, হবে দিল্লিতে। সেটিও শুরু হবে সন্ধ্যা ৭.৩০টা থেকে।
আইপিএলের পয়েন্ট টেবলে কেকেআর রয়েছে ষষ্ঠ স্থানে। ১২ ম্যাচে রাহানেদের সংগ্রহ ১১ পয়েন্ট। বাকি দু’টি ম্যাচই জিতলে সর্বোচ্চ ১৫ পয়েন্টে পৌঁছোতে পারে কলকাতা। তা হলেও অবশ্য নিশ্চিত হবে না কেকেআরের প্লে-অফ খেলা। কারণ গুজরাত টাইটান্স এবং বেঙ্গালুরুর ১১ ম্যাচে সংগ্রহ ১৬ পয়েন্ট করে। এই দুই দলকে টপকানোর সুযোগ নেই কেকেআরের। ১১ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে পঞ্জাব কিংস। শ্রেয়স আয়ারদের টপকানোও কঠিন। বাকি তিন ম্যাচে এক পয়েন্ট পেলেই তাঁদের আর ধরতে পারবে না কেকেআর। পয়েন্ট টেবলে চতু্র্থ স্থানে থাকা মুম্বই ইন্ডিয়ান্সের ১২ ম্যাচে ১৪ পয়েন্ট। হার্দিক পাণ্ড্যেরা আর একটি ম্যাচ জিতলেই টপকে যাবেন কেকেআরকে।
আরও পড়ুন:
শুধু বাকি দু’টি ম্যাচ জিতলেই হবে না। প্লে-অফের আশা জিইয়ে রাখতে কেকেআরকে তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচগুলির ফলের দিকেও। উল্লেখ্য, গত ৮ মে পঞ্জাব কিংস-দিল্লি ক্যাপিটালস ম্যাচ চলার সময় পাকিস্তানের হামলার আশঙ্কায় ব্ল্যাকআউট হয়ে যায় ধর্মশালা। পরের দিনই আইপিএল এক সপ্তাহের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত জানায় বিসিসিআই।