বাংলাদেশের নতুন জোরে বোলিং কোচ হলেন শন টেট। কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তনীকে বেছে নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্তারা। সোমবার বিজ্ঞপ্তি দিয়ে টেটকে নিয়োগের কথা জানিয়েছে বিসিবি। সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে দু’ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ের আগে দায়িত্ব দেওয়া হল টেটকে।
অ্যালান ডোনাল্ডের ছেড়ে যাওয়া পদে এলেন টেট। তাসকিন আহমেদ, নাহিদ রানার মতো বাংলাদেশের জোরে বোলারদের এ বার থেকে প্রশিক্ষণ দেবেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার। ৪২ বছরের টেট ২০১৭ সালে অবসর নেওয়ার পর কোচিং শুরু করেন। পাকিস্তান, আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ়ের জাতীয় দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। বিভিন্ন দেশের টি-টোয়েন্টি লিগ এবং ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে কাজ করেছেন কোচ হিসাবে। বাংলাদেশের জাতীয় দলের দায়িত্ব নেওয়ার আগে টেট ছিলেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল চিটাগং কিংসের প্রধান কোচ।
বাংলাদেশের জোরে বোলিং কোচের দায়িত্ব পেয়ে খুশি টেট। তিনি বলেছেন, ‘‘বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে খুব ভাল সময় যুক্ত হলাম। এটাকে নতুন যুগের শুরু বলা যেতে পারে। আগেও বলেছি, বাংলাদেশে অনেক তরুণ প্রতিভা রয়েছে। তাদের সঙ্গে কাজ করার সুযোগ পাব।’’ তিনি আরও বলেছেন, ‘‘আমাকে কাজ করতে হবে আন্তর্জাতিক ক্রিকেটে। এটা উঠতি ক্রিকেটারদের দল নয়। প্রতিভাবানদের কাছে সকলে ফল প্রত্যাশা করে। আমার প্রধান লক্ষ্য থাকবে দলের জোরে বোলারদের উপর। যাতে বোলারেরা দলকে আরও জয় এনে দিতে পারে।’’
বাংলাদেশের প্রধান কোচ এখন ওয়েস্ট ইন্ডিজ়ের প্রাক্তন ক্রিকেটার ফিল সিমন্স। তা নিয়ে টেট বলেছেন, ‘‘সিমন্সের মতো ক্রিকেট ব্যক্তিত্বের সঙ্গে কাজ করার সুযোগ। এটাই আমাকে সবচেয়ে বেশি উত্তেজিত করে তুলছে। আশা করি নতুন এই যাত্রা ইতিবাচক হবে।’’
আরও পড়ুন:
২০২৭ সালের নভেম্বর পর্যন্ত টেটের সঙ্গে চুক্তি করেছে বিসিবি। একই সময় পর্যন্ত চুক্তি রয়েছে সিমন্সের সঙ্গেও। অর্থাৎ আগামী এক দিনের বিশ্বকাপ পর্যন্ত নাজমুল হোসেন শান্ত, লিটন দাসদের দায়িত্বে থাকবেন তাঁরা।