Advertisement
E-Paper

দিল্লি বিস্ফোরণের জেরে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টে ইডেনে কড়া নিরাপত্তা, হোটেলগুলিতে তল্লাশি, খতিয়ে দেখা হচ্ছে বিদেশিদের নথি

দিল্লিতে বিস্ফোরণের পর ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টের নিরাপত্তা নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না কলকাতা পুলিশ। ক্রিকেটারদের হোটেল, যাওয়া-আসার পথ এবং ইডেনের নিরাপত্তা নিশ্ছিদ্র করা হচ্ছে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৫ ২০:০২
Picture of Eden Gardens

ইডেন গার্ডেন্স পরিদর্শনে কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা। ছবি: পিটিআই।

দিল্লির লালকেল্লার সামনে গাড়িতে বিস্ফোরণের পরিপ্রেক্ষিতে সতর্ক কলকাতা পুলিশ। এই পরিস্থিতিতে ইডেন গার্ডেন্সে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টের নিরাপত্তা নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছেন না লালবাজারের কর্তারা। শহরের ৮০টি জায়গায় নাকা চেকিং চালানো হচ্ছে।

ইডেনে যে কোনও আন্তর্জাতিক ম্যাচেই কড়া নিরাপত্তা থাকে। এ বারও ব্যতিক্রম হচ্ছে না। আগামী শুক্রবার থেকে ইডেনে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে মঙ্গলবার সিএবি কর্তাদের সঙ্গে বৈঠক করেন পুলিশ কমিশনার মনোজ বর্মা। তার আগে সিএবি কর্তা এবং পুলিশের অন্য আধিকারিকদের নিয়ে ইডেন পরিদর্শন করেন তিনি।

ক্রিকেটারদের হোটেল এবং যাওয়া-আসার পথে বাড়তি নজরদারির ব্যবস্থা করা হয়েছে। ইডেনের নিরাপত্তা নিয়েও বিশেষ সতর্কতা নেওয়া হচ্ছে। দর্শকদের তল্লাশি ব্যবস্থা আরও কঠোর করা হচ্ছে। কোনও দর্শক যাতে ফেন্সিং টপকে ক্রিকেটারদের কাছাকাছি পৌঁছোতে না পারে, তা নিশ্চিত করা হবে। যে পুলিশ কর্মীদের মোতায়েন করা হবে, তাঁদের সর্বক্ষণ সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ক্রিকেটারদের নিরাপত্তার প্রয়োজনে কিউআরটি, স‍্যান্ড বাঙ্কারের সংখ‍্যা বাড়ানো হবে।

অন্য দিকে, শহরের ৮০টি জায়গায় নাকা চেকিং চালানো হচ্ছে। শহরে ঢোকা-বেরনোর প্রতিটি রাস্তায় প্রয়োজন মনে হলে গাড়ি দাঁড় করিয়ে তল্লাশি করা হচ্ছে। শহরের দর্শনীয় এবং বিশেষ বিশেষ জায়গাগুলিতে নজরদারি চালানো হচ্ছে। কলকাতার হোটেলগুলিতে বিদেশি-সহ যে অতিথিরা রয়েছেন, তাঁদের নথি খতিয়ে দেখা হচ্ছে। হোটেলগুলির উপরও কড়া নজর রাখা হচ্ছে। পুলিশ কমিশনার সংশ্লিষ্ট পুলিশ কর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে শহরের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেছেন।

কলকাতা পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে অকারণ আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সন্দেহজনক কিছু এখনও পাওয়া যায়নি বলে জানিয়েছেন লালবাজারের কর্তারা।

India vs South Africa 2025 Test Series Eden Gardens Kolkata Police Manoj Verma
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy