সমস্যায় সুমিত নাগাল। আগামী অস্ট্রেলিয়ান ওপেনের প্রস্তুতির জন্য চিনের একটি প্রতিযোগিতায় খেলার কথা ছিল তাঁর। কিন্তু ভারতের এক নম্বর সিঙ্গলস টেনিস খেলোয়াড়ের ভিসার আবেদন বাতিল হয়ে গিয়েছে। সমস্যায় পড়ে সাহায্যের আবেদন জানিয়েছেন নাগাল।
এটিপি ক্রমতালিকায় ২৭৫ নম্বরে থাকা নাগালের পক্ষে সরাসরি আগামী অস্ট্রেলিয়ান ওপেনের মূলপর্বে খেলা সম্ভব নয়। অস্ট্রেলিয়ান ওপেনের এশিয়া-প্যাসিফিক ওয়াইল্ড কার্ড প্লে-অফ জিততে পারলে সেই সুযোগ পাবেন। স্বভাবতই এই প্রতিযোগিতা তাঁর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে কারণে চিনের ভিসার আবেদন করেছিলেন নাগাল। কোনও কারণ না দেখিয়েই তাঁর আবেদন খারিজ করে দিয়েছে চিনের দূতাবাস।
ভিসার আবেদন বাতিল হওয়ায় মঙ্গলবার সকালে নাগাল সমাজমাধ্যমে হতাশা প্রকাশ করেন। একই সঙ্গে সাহায্য চান ভারতে নিযুক্ত চিনের রাষ্ট্রদূত এবং দূতাবাসের। চিনের রাষ্ট্রদূতকে হস্তক্ষেপ করার আবেদন জানান নাগাল। তিনি লেখেন, ‘‘আমি সুমিত নাগাল। ভারতের এক নম্বর টেনিস খেলোয়াড়। অস্ট্রেলিয়ান ওপেন প্লে-অফে ভারতের প্রতিনিধিত্ব করার জন্য কয়েক দিন পরই আমার চিনে যাওয়ার কথা। কিন্তু কোনও কারণ না দেখিয়েই আমার ভিসার আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে ভারতে নিযুক্ত চিনের রাষ্ট্রদূত এবং দূতাবাসের কাছে সাহায্যের আবেদন করছি। মাননীয় রাষ্ট্রদূত বিষয়টিতে দ্রুত হস্তক্ষেপ করলে উপকৃত হব।’’ উল্লেখ্য, চিনের চেংদুয়ে প্রতিযোগিতাটি হবে আগামী ২৪ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত।
আরও পড়ুন:
২০২৪ সালের অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডে আলেকজ়ান্ডার বুবিককে হারিয়ে অঘটন ঘটিয়েছিলেন নাগাল। ধারাবাহিক ভাল পারফরম্যান্সের সুবাদে সে বছর এটিপি ক্রমতালিকায় ৬৮ নম্বরে উঠে গিয়েছিলেন। ডেভিস কাপে ভারতকে আবার ওয়ার্ল্ড গ্রুপে ফিরিয়ে আনার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল নাগালের।