ম্যাচ জেতানো ইনিংস খেলেও কি কোচের মন জিততে পারলেন না অভিষেক শর্মা? নইলে বাংলাদেশের বিরুদ্ধে ৭৫ রান করে ম্যাচের সেরা হওয়ার পরেও কেন দলের ‘ইমপ্যাক্ট প্লেয়ার’-এর পুরস্কার পেলেন না তিনি? সেই পুরস্কার পেয়েছেন অভিষেকের সতীর্থ কুলদীপ যাদব।
ভারতীয় দলে আগে প্রতিটি ম্যাচের পর সেরা ফিল্ডারের পুরস্কার দেওয়া হত। সেটাই বদলে গিয়েছে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’-এ। এ বারের এশিয়া কাপে এই রীতি শুরু হয়েছে। বাংলাদেশ ম্যাচের পর কুলদীপ সেই পুরস্কার পেয়েছেন। ৪ ওভারে ১৮ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তিনি। বাংলাদেশের ব্যাটিংয়ে ধস নামিয়েছেন। সেই কারণেই হয়তো কুলদীপকে পুরস্কার দেওয়া হয়েছে।
কুলদীপকে পুরস্কার দিয়েছেন ভারতীয় দলের অ্যানালিস্ট হরিপ্রসাদ মোহন। তিনি বলেন, “এমন এক প্লেয়ারকে এই পুরস্কার দেওয়া হচ্ছে যে বল হাতে নিজের প্রতিভা দেখিয়েছে। আধুনিক ক্রিকেটে খুব কম বোলার রয়েছে যারা স্পিন বা ড্রিফ্টের উপর নির্ভর করে না। কুলদীপ সেটা করে। ওর ধারাবাহিকতা দুর্দান্ত।”
আরও পড়ুন:
কুলদীপ পুরস্কার পাওয়ার পর অবশ্য সতীর্থদের প্রশংসা করেছেন। তিনি বলেন, “খুব ভাল একটা ম্যাচ খেলেছি। হার্দিক ও বুমরাহ দুর্দান্ত বল করেছে। স্পিনার হিসাবে আমাদের কাজ মাঝের ওভারে রান নিয়ন্ত্রণ করা ও উইকেট নেওয়া। সেটাই করেছি। সামনের ম্যাচেও সেটা করার চেষ্টা করব।”
এশিয়া কাপে ভারতের বোলারদের মধ্যে সর্বাধিক উইকেটের মালিক হয়েছেন কুলদীপ। আগে এই রেকর্ড ছিল রবীন্দ্র জাডেজার দখলে। তিনি ২৯ উইকেট নিয়েছেন। তাঁর রেকর্ড ভাঙতে কুলদীপের দরকার ছিল ২ উইকেট। বাংলাদেশের বিরুদ্ধে ৩ উইকেট নিয়ে জাডেজাকে টপকে গিয়েছেন তিনি।