আবার কি চোট পেলেন লোকেশ রাহুল? ইনিংসের মাঝেই ফিজিয়োর কাঁধে হাত দিয়ে মাঠ ছাড়লেন ভারতীয় ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের দলে নাম ঘোষণার দিনেই ব্যাট হাতে রান পেলেন না দেবদত্ত পাড়িক্কল। অস্ট্রেলিয়ার ‘এ’ দলের বিরুদ্ধে ৪১২ রান তাড়া করতে নেমে তৃতীয় দিনের শেষে ভারতের রান ২ উইকেটে ১৬৯। টেস্ট জিততে এখনও ২৪৩ রান দরকার ভারত ‘এ’ দলের।
৩ উইকেটে ১৬ রানে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল অস্ট্রেলিয়া ‘এ’। অধিনায়ক নেথান ম্যাকসুইনি ও জশ ফিলিপ ছাড়া কেউ রান পাননি। ম্যাকসুইনি ৮৫ রানে অপরাজিত থাকেন। ফিলিপ করেন ৫০ রান। ১৮৫ রানে শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস।
ভারতের বোলারদের মধ্যে গুর্নুর ব্রার ও মানব সুথার নজর কাড়েন। দু’জনেই ৩ করে উইকেট নেন। মহম্মদ সিরাজ ও যশ ঠাকুর নেন ২ করে উইকেট।
চতুর্থ ইনিংসে জিততে ৪১২ রান দরকার ছিল ভারতের। শুরুটা ভাল করেন নারায়ণ জগদীশন ও রাহুল। দ্রুত রান তুলছিলেন তাঁরা। তবে আরও একটি ম্যাচে শুরু পেলেও বড় রান করতে পারলেন না জগদীশন। ৩৬ রানে আউট হন তিনি। ওয়েস্ট ইন্ডিজ়ে সিরিজ়ে ভারতের দ্বিতীয় উইকেটরক্ষক হিসাবে নেওয়া হয়েছে তাঁকে।
আরও পড়ুন:
দ্বিতীয় উইকেটে রাহুল ও সাই সুদর্শনও ভাল জুটি বাঁধেন। দু’জনকে জমাট দেখাচ্ছিল। রাহুল অর্ধশতরান করেন। ৭৪ রান করার পর রাহুলের কিছু একটা সমস্যা শুরু হয়। ফিজিয়ো মাঠে আসেন। তাঁর সঙ্গে রাহুল মাঠ ছাড়েন। তবে তাঁর ঠিক কোথায় চোট লেগেছে তা এখনও জানা যায়নি। রাহুলের চোটের ইতিহাস রয়েছে। চোটের কারণে আগেও অনেক বার মাঠের বাইরে থাকতে হয়েছে তাঁকে। তাই রাহুল চোট পেতেই চিন্তা বেড়েছে ভারতীয় সমর্থকদের।
এই ইনিংসে রান পাননি পাড়িক্কল। ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে তাঁকেও নেওয়া হয়েছে। ভারত ‘এ’ দলের মিডল অর্ডারে মাত্র ৫ রান করে আউট হলেন তিনি। দিনের খেলা শেষ হওয়ার সময় ৪৪ রানে অপরাজিত রয়েছেন সুদর্শন। এখন দেখার শেষ দিন রাহুল ব্যাট করতে নামেন কি না।