বিশ্বকাপে ভাল খেলার পুরস্কার পেলেন না দীপ্তি শর্মা ও লরা উলভার্ট। বিশ্বকাপের সেরা ক্রিকেটার হয়েছেন দীপ্তি। প্রতিযোগিতায় সবচেয়ে বেশি রান করেছেন উলভার্ট। অথচ মহিলাদের আইপিএলের নিলামের আগে তাঁদের ধরে রাখেনি দল। অবশ্য হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানা, জেমাইমা রদ্রিগেজ়, রিচা ঘোষদের ধরে রাখা হয়েছে। অ্যালিসা হিলি ও মেগ ল্যানিংকে নামতে হবে নিলামে। বোর্ড এই বিষয়ে কিছু না জানালেও ‘ইএসপিএন ক্রিকইনফো’-র রিপোর্টে এই কথা জানানো হয়েছে।
২৭ নভেম্বর মহিলাদের আইপিএলের বড় নিলাম। সেখানেই দল গুছিয়ে ফেলতে হবে প্রতিযোগিতার পাঁচ দলকে। তার আগে বুধবার ছিল ধরে রাখা ক্রিকেটারদের তালিকা দেওয়ার শেষ দিন।
মহিলাদের আইপিএলের নিয়ম অনুযায়ী, কোনও দল চাইলে সর্বাধিক পাঁচ জনকে ধরে রাখতে পারবে। তাঁদের মধ্যে তিন জন ভারতীয় ও দু’জন বিদেশি। তিন ভারতীয়ের মধ্যে অন্তত এক জন ঘরোয়া ক্রিকেটার হতে হবে। প্রথম ক্রিকেটারকে ধরে রাখতে ৩ কোটি ৫০ লক্ষ টাকা দিতে হবে। দ্বিতীয় ক্রিকেটারের জন্য ২ কোটি ৫০ লক্ষ টাকা। তৃতীয় ক্রিকেটারের জন্য ১ কোটি ৭৫ লক্ষ, চতুর্থ ক্রিকেটারের জন্য ১ কোটি ও পঞ্চম ক্রিকেটারের জন্য ৫০ লক্ষ টাকা দিতে হবে। অর্থাৎ, কোনও দল পাঁচ জনকে ধরে রাখলে তার মোট ৯ কোটি ২৫ লক্ষ টাকা খরচ হবে।
মহিলাদের আইপিএলের নিলামেও রয়েছে ‘রাইট টু ম্যাচ কার্ড’। কোনও দল যদি পাঁচ জনকে ধরে রাখে তা হলে তারা এই সুবিধা পাবে না। পাঁচ জনের কম ক্রিকেটার ধরে রাখলে নিলামে এই কার্ড ব্যবহার করে পুরনো ক্রিকেটারকে আবার নেওয়া যাবে।
জানা গিয়েছে, মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস পাঁচ জন করে ক্রিকেটার ধরে রেখেছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ধরে রেখেছে চার জন ক্রিকেটার। গুজরাত জায়ান্টস দু’জন ও ইউপি ওয়ারিয়র্জ এক জন ক্রিকেটার ধরে রেখেছে। অর্থাৎ, নিলামে মুম্বই ও দিল্লির হাতে ‘রাইট টু ম্যাচ কার্ড’ নেই। বেঙ্গালুরু এক, গুজরাত তিন ও ইউপি চার ক্রিকেটারকে এই কার্ড ব্যবহার করে নিতে পারবে।
আরও পড়ুন:
নিলামে প্রতিটি দলের কাছে রয়েছে মোট ১৫ কোটি। ধরে রাখা ক্রিকেটারদের জন্য যা খরচ হয়েছে, তা বাদ দিয়ে বাকি টাকা থেকে নিলামে ক্রিকেটার কিনতে হবে। প্রতিটি দলে ১৬ থেকে ১৮ জন ক্রিকেটার থাকতে হবে। নিলামে সবচেয়ে কম টাকা নিয়ে নামবে মুম্বই ও দিল্লি। তাদের কাছে থাকবে ৫ কোটি ৭৫ লক্ষ টাকা। সবচেয়ে বেশি ১৪ কোটি ৫০ লক্ষ টাকা নিয়ে নামবে ইউপি।
ধরে রাখা ক্রিকেটারদের তালিকা (কাকে কত টাকা দেওয়া হয়েছে তা জানা যায়নি):
মুম্বই ইন্ডিয়ান্স— হরমনপ্রীত কৌর, ন্যাট শিভার-ব্রান্ট, আমনজ্যোৎ কৌর, জি কমলিনি ও হেইলি ম্যাথুজ়।
দিল্লি ক্যাপিটালস— জেমাইমা রদ্রিগেজ়, শেফালি বর্মা, অ্যানাবেল সাদারল্যান্ড, মারিজ়ান কাপ ও নিকি প্রসাদ।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু— স্মৃতি মন্ধানা, এলিস পেরি, রিচা ঘোষ ও শ্রেয়াঙ্কা পাতিল।
গুজরাত জায়ান্টস— অ্যাশলি গার্ডনার ও বেথ মুনি।
ইউপি ওয়ারিয়র্জ়— শ্বেতা সেহরাওয়াত।