Advertisement
E-Paper

কোহলিদের উৎসবে পদপিষ্ট-কাণ্ডে চাপ বাড়ল বেঙ্গালুরুর, স্থানীয় লিগ আয়োজনের ছাড়পত্রও মিলল না

বেঙ্গালুরুতে পদপিষ্ট-কাণ্ডের পর চাপ বাড়ল চিন্নাস্বামী স্টেডিয়ামের। মহিলাদের এক দিনের বিশ্বকাপের আগে সেই মাঠে স্থানীয় প্রতিযোগিতা আয়োজনেরও ছাড়পত্র মিলল না।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২৫ ২১:০৮
cricket

চিন্নাস্বামী স্টেডিয়ামে এই দৃশ্য আবার দেখা যাবে কবে? —ফাইল চিত্র।

বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম যে বড় কোনও প্রতিযোগিতা আয়োজনের যোগ্য নয়, তা জানিয়েছে আদালত। এ বার আরও বড় ধাক্কা খেল তারা। চলতি বছর মহিলাদের এক দিনের বিশ্বকাপের উদ্বোধন-সহ বেশ কয়েকটা ম্যাচ হওয়ার কথা সেখানে। সেই প্রতিযোগিতার আগে একটা স্থানীয় টি-টোয়েন্টি প্রতিযোগিতা হওয়ার কথা ছিল চিন্নাস্বামী স্টেডিয়ামে। সেই প্রতিযোগিতার ছাড়পত্র পাওয়া গেল না। ফলে প্রতিযোগিতা সরিয়ে দেওয়া হয়েছে।

মহারাজা টি-টোয়েন্টি ট্রফির চতুর্থ মরসুম হওয়ার কথা ছিল চিন্নাস্বামীতে। ‘ইএসপিএন ক্রিকইনফো’ জানিয়েছে, সেই প্রতিযোগিতার ছাড়পত্র পাওয়া যায়নি। ছয় দলের এই প্রতিযোগিতা আয়োজনের ছাড়পত্র পুলিশের কাছে পায়নি কর্নাটক ক্রিকেট সংস্থা। সেই প্রতিযোগিতা এ বার হবে মাইসুরুর শ্রীকান্তদত্ত নরসিংহরাজা ওয়াদিয়ার ক্রিকেট স্টেডিয়ামে। ১১ থেকে ২৮ অগস্ট পর্যন্ত চলবে সেই প্রতিযোগিতা। তবে দর্শকশূন্য স্টেডিয়ামে হবে খেলা। কর্নাটক ক্রিকেট সংস্থা পুলিশের কাছে অনুরোধ করেছিল, তারাও দর্শকশূন্য স্টেডিয়ামে এই প্রতিযোগিতা আয়োজন করবে। কিন্তু তার পরেও ছাড়পত্র পাওয়া যায়নি।

চিন্নাস্বামী থেকে খেলা সরায় অবশ্য খুশি গুন্ডাপ্পা বিশ্বনাথ। ভারতের প্রাক্তন ক্রিকেটার বলেন, “সব সময় কেন একটা মাঠেই খেলা হবে। মাইসুরুতে এই প্রতিযোগিতা আগেও হয়েছে। কর্নাটক ক্রিকেটে মাইসুরুর স্টেডিয়ামের ঐতিহ্য রয়েছে। সেখানে যে আবার মহারাজা টি-টোয়েন্টি প্রতিযোগিতা ফিরছে, তা দেখে খুব ভাল লাগছে।”

বিশ্বনাথ খুশি হলেও চাপে কর্নাটক ক্রিকেট সংস্থা। চলতি বছর ভারতের মাটিতে মহিলাদের এক দিনের বিশ্বকাপ। পাকিস্তান অবশ্য তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে। উদ্বোধন-সহ পাঁচটা ম্যাচ হওয়ার কথা বেঙ্গালুরুতে। এই পরিস্থিতিতে সেখানে বিশ্বকাপ আয়োজন করতে না পারলে মুখ পুড়বে রাজ্য ক্রিকেট সংস্থার। পাশাপাশি আর্থিক ক্ষতির মুখেও পড়তে হবে তাদের।

গত ৩ জুন প্রথম বার আইপিএল জেতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পরের দিন বেঙ্গালুরুতে উৎসবে সমর্থকদের শামিল হতে বলেন বিরাট কোহলি। সে দিন সকাল থেকেই বেঙ্গালুরুর রাস্তায় ভিড় জমেছিল। বিধান সৌধ ও চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে ভিড় বাড়তে থাকে। চিন্নাস্বামীর বাইরে বিশৃঙ্খলা শুরু হয়। পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু হয়। সেই ঘটনার দায় বেঙ্গালুরু ও কর্নাটক ক্রিকেট সংস্থার উপর চাপায় পুলিশ। তাদের আগে থেকে না জানানোয় পর্যাপ্ত নিরাপত্তা তারা দিতে পারেনি বলে দাবি করে পুলিশ। বেঙ্গালুরু ও কর্নাটক ক্রিকেট সংস্থার বিরুদ্ধে মামলা দায়ের হয়।

কয়েক দিন আগে বিচারপতি জন মাইকেল ডি’কুনহা কমিশন তদন্ত করে জানিয়েছেস বেঙ্গালুরুতে পদপিষ্ট-কাণ্ডের জন্য চিন্নাস্বামী স্টেডিয়ামও অনেকটা দায়ী। সেই স্টেডিয়ামের প্রবেশ ও প্রস্থানের রাস্তা চওড়ায় এতটাই ছোট যে সেখানে প্রচুর মানুষের ভিড় জমলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। স্টেডিয়ামে বেশ কিছু পরিবর্তনের পরামর্শ দেওয়া হয়েছে সেখানে। তার পরেই সেখান থেকে প্রতিযোগিতা সরায় আবার চিন্নাস্বামীর ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়েছে।

Chinnaswamy Stadium India Cricket
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy