নতুন দলে শুরুটা ভাল হয়নি ঋষভ পন্থের। লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক হওয়ার পর তিনটি ম্যাচের মধ্যে দু’টি হেরেছেন তিনি। চলতি মরসুমে মঙ্গলবার ঘরের মাঠে প্রথম ম্যাচ খেলতে নেমে হারল লখনউ সুপার জায়ান্টস। হারের পর মাঠের পিচকে দায়ী করলেন অধিনায়ক পন্থ। তাঁর কথা থেকে পরিষ্কার, নিজেদের পাতা ফাঁদে নিজেরাই পা দিয়েছে লখনউ।
ম্যাচ শেষে পন্থ স্পষ্ট করে দেন, তাঁরা কম রান করেছেন। এই রান করে আইপিএলে জেতা প্রায় অসম্ভব। তিনি বলেন, “আমাদের রান বেশি হয়নি। ২০ থেকে ২৫ রান কম হয়েছিল। কিন্তু ওটা খেলার অঙ্গ। হতেই পারে। শুরুতে উইকেট হারালে বড় রান করা মুশকিল। সেটাই হল। তবে দলের সকলে নিজের সেরাটা দিয়েছে।”
লখনউয়ের উইকেটে শুরুতে ব্যাট করতে সমস্যায় পড়েন ব্যাটারেরা। বল উইকেটে পড়ে মাঝেমাঝে থমকাচ্ছিল। বাউন্সও খানিকটা বেশি ছিল। ফলে ব্যাটেবলে হচ্ছিল না। পন্থও জানিয়েছেন, পিচ কিছুটা মন্থর ছিল। অবশ্য তাঁরাই সেই পরিকল্পনা করেছিলেন। পন্থ বলেন, “আমরা এখনও এখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। আমাদের পরিকল্পনা ছিল পিচ একটু মন্থর করার। প্রথম ইনিংসে বল উইকেটে পড়ে থমকাচ্ছিল। দ্বিতীয় ইনিংসে সেটা দেখা গেল না।”
আরও পড়ুন:
পন্থের কথা থেকে স্পষ্ট, পঞ্জাবের বিরুদ্ধে স্পিনারদের কাজে লাগাতে চেয়েছিলেন তাঁরা। সেই কারণে উইকেট মন্থর করেছিলেন। কিন্তু সেই ফাঁদে নিজেরাই পড়ে গেলেন। প্রথম ইনিংস ব্যাট করতে সমস্যা হল। দ্বিতীয় ইনিংসে শিশির পড়ায় পিচ সহজ হয়ে গেল। ফলে ব্যাট করতে সমস্যা হল না শ্রেয়স আয়ারদের।
গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
তবে এই হারের মধ্যেও ইতিবাচক অনেক কিছু খুঁজে পেয়েছেন পন্থ। তা নিয়েই পরের ম্যাচে নামতে চান লখনউয়ের অধিনায়ক। তিনি বলেন, “আমাদের ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে। এই ম্যাচে ইতিবাচকও অনেক কিছু ছিল। বেশি কথা এখন বলব না।” দলের ক্রিকেটারদের চেষ্টার প্রশংসা করলেও পর পর হারে যে আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটারের উপর চাপ বাড়ছে তা পন্থের চোখমুখ থেকেই পরিষ্কার।