আইপিএল শেষ হলেই সম্ভবত ঋষভ পন্থের সঙ্গে বিচ্ছেদ হবে লখনউ সুপার জায়ান্টসের। আগামী মরসুমে অন্য দলের হয়ে আইপিএল খেলতে পারেন উইকেটরক্ষক-ব্যাটার। আইপিএলের পন্থের পারফরম্যান্স এবং তা দেখে একাধিক ম্যাচে সঞ্জীব গোয়েন্কার হতাশা প্রকাশ দেখে এমন জল্পনা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত মুখ খুলতে বাধ্য হলেন পন্থ নিজেই।
সমাজমাধ্যমে দল ছাড়া নিয়ে জল্পনার জবাব দিয়েছেন পন্থ। লখনউ অধিনায়ক লিখেছেন, ‘‘বুঝতে পারছি ভুয়ো খবর দ্রুত ছড়ায়। যদিও এই সব খবরের কোনও ভিত্তি থাকে না। সাধারণ বুদ্ধি থাকা উচিত। কোনও উদ্দেশ্য নিয়ে ভুয়ো খবর করার থেকে সঠিক বিশ্বাসযোগ্য খবরে আস্থা রাখা উচিত। সমাজমাধ্যমে কিছু পোস্ট করার আগে আরও দায়িত্বশীল এবং সংবেদনশীল হওয়া উচিত। ধন্যবাদ। সকলের দিন ভাল কাটুক।’’ পন্থ সরাসরি বুঝিয়ে দিয়েছেন, তিনি লখনউ ছাড়তে পারেন বলে যে খবর ছড়িয়েছে তা ভিত্তিহীন। এমন গুজবে তিনি যে বিরক্ত, তা-ও বুঝিয়ে দিয়েছেন লখনউ অধিনায়ক।
আইপিএলে ফর্মে নেই পন্থ। লখনউ অধিনায়ক ১৩টি ম্যাচ খেলে করেছেন ১৫১ রান। একটি মাত্র অর্ধশতরান এসেছে তাঁর ব্যাট থেকে। বেশ কয়েকটি ম্যাচে পন্থের পারফরম্যান্সে প্রকাশ্যে হতাশা প্রকাশ করতে দেখা গিয়েছে লখনউয়ের কর্ণধার গোয়েন্কাকে। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে তিনি ৭ রানে আউট হতেই বিরক্ত গোয়েন্কা ভিআইপি বক্সের বারান্দা থেকে ভিতরে চলে যান। নিলামে রেকর্ড ২৭ কোটি টাকা খরচ করে পন্থকে দলে নিয়েছিলেন গোয়েন্কা।