Advertisement
১০ ডিসেম্বর ২০২৩
Bangladesh Cricket

বিতর্ক বাড়ালেন মাশরাফি, নিলেন না শাকিব, লিটনের নাম! ‘এক অনামী বিশ্বকাপে টানবে বাংলাদেশকে’

বিশ্বকাপ খেলতে এলেও বাংলাদেশ ক্রিকেট অশান্তি চলছে। তামিম ইকবালকে বাদ দেওয়া হয়েছে দল থেকে। তার পরেই বিতর্ক তৈরি হয়েছে। তার মাঝেই কার নাম করলেন মাশরাফি মোর্তাজা।

Bangladesh cricket

শাকিব আল হাসান (বাঁ দিকে) ও মাশরাফি মোর্তাজা। —ফাইল চিত্র

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৩ ১২:০৮
Share: Save:

বাংলাদেশকে বিশ্বকাপে ভাল করতে হলে শাকিব আল হাসান বা লিটন দাস নয়, অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজকে ভাল খেলতে হবে। এমনটাই মনে করেন দলের প্রাক্তন অধিনায়ক মাশরাফি মোর্তাজা। তাঁর মতে, মেহেদি যদি ভাল ফর্মে থাকেন, তা হলে বিশ্বকাপে ভাল ফল করবে বাংলাদেশ। বাইরে থেকে কি বিতর্ক বাড়িয়ে দিলেন মাশরাফি?

বিশ্বকাপ শুরুর আগে মোর্তাজা বলেন, ‘‘লিটন আর তানজিম ভাল ওপেনার। কিন্তু আমার মনে হয়ে মেহেদিকে ওপেন করতে পাঠানো উচিত। কারণ, ওপেনার হিসাবে মেহেদি সফল। বিপক্ষ দলের কাছে ও অচেনা। তাই ওকে পাঠালে লাভ হবে বাংলাদেশের। মেহেদি ভাল খেললে বাংলাদেশ বিশ্বকাপে ভাল খেলবে।’’

মোর্তাজার মতে, মেহেদি এক জন ভাল অলরাউন্ডার। ফলে ব্যাটের পাশাপাশি বল হাতেও বড় ভূমিকা নিতে পারেন তিনি। মোর্তাজা বলেন, ‘‘মেহেদি এক জন পরিপূর্ণ ক্রিকেটার। ভাল ব্যাট করে। ভাল বল করে। ভারতের উইকেটে স্পিনারেরা সাহায্য পায়। মেহেদিও পাবে। নিজের উপর আত্মবিশ্বাস আছে ওর। শাকিবকে ওর উপর ভরসা দেখাতে হবে।’’

বিশ্বকাপ খেলতে এলেও বাংলাদেশ ক্রিকেট অশান্তি চলছে। তামিম ইকবালকে বাদ দেওয়া হয়েছে দল থেকে। তার পরেই বিতর্ক তৈরি হয়েছে। ম্যানেজমেন্টের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেছেন তামিম। পাল্টা মুখ খুলেছেন বর্তমান অধিনায়ক শাকিব। সব মিলিয়ে দলের অন্দরে একটা অস্বস্তির পরিবেশ। তার মাঝেই মেহেদিকে নিয়ে বড় কথা বললেন মোর্তাজা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE