৬ উইকেট জয় গুজরাত জায়ান্টসের। মেয়েদের আইপিএলে (উইমেন্স প্রিমিয়ার লিগ) জয়ে ফিরল তারা। উত্তরপ্রদেশ ওয়ারিয়ার্জ়ের দেওয়া ১৪৪ রানের লক্ষ্য ১২ বল বাকি থাকতেই তুলে নিলেন হারলিন দেওলেরা।
প্রথমে ব্যাট করে ১৪৩ রান তুলে ইউপি। অধিনায়ক দীপ্তি শর্মা ৩৯ রান করেন। ঊমা ছেত্রী করেন ২৪ রান। শেষ বেলায় অ্যালানা কিং ১৪ বলে ১৯ রান না করলে আরও কমেই শেষ হয়ে যেত ইউপি। রান পাননি তাহলিয়া ম্যাকগ্রায়ের মতো ক্রিকেটার। গ্রেস হ্যারিস করেন মাত্র ৪ রান। লড়াই করার মতো জায়গায় দলকে নিয়ে গিয়েছিলেন সাইমা ঠাকোর। তিনি ৭ বলে ১৫ রান করেন।
গুজরাতের হয়ে তিন উইকেট নেন প্রিয়া মিশ্র। ৪ ওভারে ২৫ রান দিয়ে তিনটি উইকেট তুলে নেন ভারতীয় স্পিনার। কৃতিত্ব দিতে হবে কাশভি গৌতমেরও। তিনি ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে একটি উইকেট নেন। দুটি করে উইকেট নেন অ্যাশলে গার্ডনার এবং দেওন্দ্র ডোটিন।
আরও পড়ুন:
রান তাড়া করতে নেমে শুরুতেই বেথ মুনি (০) এবং দয়ালান হেমলতার (০) উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল গুজরাত। মাত্র ২ রানে ২ উইকেট চলে গিয়েছিল তাদের। সেখান থেকে ওপেনার লরা উল্ভার্থ (২২) এবং অধিনায়ক গার্ডনার (৫২) দলকে টানেন। তাঁরা ৫৫ রানের জুটি গড়েন। তবে গার্ডনারেরা ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি। ৮৬ রানের মধ্যে ৪ উইকেট চলে গিয়েছিল গুজরাতের। বাকি কাজটা করেন হারলিন (৩৪ রানে অপরাজিত) এবং ডোটিন (৩৩ রানে অপরাজিত)। তাঁরা শেষ পর্যন্ত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।
প্রথম ম্যাচে গুজরাত ২০১ রান করেও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে হেরে গিয়েছিল। রবিবার জিতে লিগ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এল তারা। ইউপি-র এটাই প্রথম ম্যাচ ছিল। ফলে হার দিয়ে শুরু হল দীপ্তিদের এ বারের ডব্লিউপিএল।