চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অস্ট্রেলিয়ার দুঃসময় কাটছেই না। চোটের জন্য এ বার ছিটকে গেলেন মিচেল স্টার্ক। বুধবার অস্ট্রেলিয়ার যে চূড়ান্ত দল ঘোষিত হয়েছে সেখানে নেই কেকেআরের প্রাক্তন বোলারের নাম। ফলে ভাঙাচোরা, অনভিজ্ঞ দল নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে নামবে অস্ট্রেলিয়া।
স্টার্ক কেন খেলবেন না তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। আইসিসি-র বিবৃতিতে জানানো হয়েছে, তিনি ব্যক্তিগত কারণে নাম তুলে নিয়েছেন। কারণ যা-ই হোক, অস্ট্রেলিয়া যে আরও দুর্বল হয়ে পড়ল তা বলার অপেক্ষা রাখে না। চোটের কারণে ইতিমধ্যেই ছিটকে গিয়েছেন অধিনায়ক প্যাট কামিন্স (গোড়ালি), পেসার জশ হেজ্লউড (কোমর), অলরাউন্ডার মিচেল মার্শ। এ ছাড়া আচমকা অবসর নিয়ে নির্বাচকদের বিপদে ফেলে দিয়েছেন মার্কাস স্টোইনিসও।
একাধিক ক্রিকেটার না থাকায় অস্ট্রেলিয়া তুলনায় অনভিজ্ঞ ক্রিকেটারদের নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির দল গঠন করেছে। সুযোগ দেওয়া হয়েছে শন অ্যাবট, বেন ডোয়ারশুইস, জেক ফ্রেজ়ার ম্যাকগার্ক, স্পেন্সার জনসন এবং তনবীর সাঙ্ঘাকে।
অস্ট্রেলিয়ার তরফে স্টার্কের অনুপস্থিতি নিয়ে বিস্তারিত কিছু বলা হয়নি। প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেছেন, “মিচের সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছি। আন্তর্জাতিক ক্রিকেটে ওর দায়বদ্ধতার কোনও তুলনা হয় না। সব সময় অস্ট্রেলিয়ার কথাই ভাবে। যন্ত্রণা এবং সমস্যা নিয়ে অতীতে দেশের হয়ে খেলেছে। এমনকি অন্য দেশের লিগে খেলার সুযোগ থাকলেও দেশের হয়ে খেলাকে প্রাধান্য দিয়েছে। ওর সিদ্ধান্তকে সম্মান জানাতেই হবে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আমরা বড় ধাক্কা খেলাম তাতে সন্দেহ নেই। তবে অন্যদের কাছে সুযোগ এসে গিয়েছে নিজের দক্ষতা প্রমাণ করার।”
আরও পড়ুন:
২০২৩ সালে যে পেসারদের জন্য বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া, সেই তিন জনই খেলবেন না চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ফলে আসন্ন প্রতিযোগিতায় অস্ট্রেলিয়ার পেস বিভাগে থাকবেন অ্যারন হার্ডি, নাথান এলিস, অ্যাবট, ডোয়ারশুইসরাই। শ্রীলঙ্কার বিরুদ্ধে দু’টি এক দিনের ম্যাচ খেলে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে অস্ট্রেলিয়া। ২২ ফেব্রুয়ারি তাদের প্রথম ম্যাচ ইংল্যান্ডের বিরুদ্ধে।
অস্ট্রেলিয়া দল: স্টিভ স্মিথ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যালেক্স ক্যারে, বেন ডোয়ারশুইস, নাথান এলিস, জেক ফ্রেজ়ার ম্যাকগার্ক, অ্যারন হার্ডি, ট্রেভিস হেড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, তনবীর সাঙ্ঘা, ম্যাথু শর্ট এবং অ্যাডাম জ়াম্পা।