ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে খেলবেন জসপ্রীত বুমরাহ। ম্যাচ শুরুর দু’দিন আগেই জানিয়ে দিলেন ভারতীয় দলের এক ক্রিকেটার। পাঁচ টেস্টের সিরিজ়ে ১-২ ব্যবধানে পিছিয়ে থাকা শুভমন গিলেরা চাইছেন পুরো শক্তির বোলিং আক্রমণ নিয়ে ম্যাঞ্চেস্টার টেস্ট খেলতে।
চোটের জন্য চতুর্থ টেস্ট থেকে ছিটকে গিয়েছেন অর্শদীপ সিংহ এবং নীতীশ রেড্ডি। পরিস্থিতি সামাল দিতে ভারতীয় দলে ডাকা হয়েছে অংশুল কম্বোজকে। হালকা চোট রয়েছে আকাশদীপেরও। এই পরিস্থিতিতে ভারতীয় শিবিরের ভরসা সেই বুমরাহই। সোমবার মহম্মদ সিরাজ সাংবাদিকদের বলেছেন, ‘‘জসপ্রীত ভাই খেলবে। আমাদের বোলিং আক্রমণে হয়তো কিছু পরিবর্তন হবে। তবে লক্ষ্য একই থাকবে। সঠিক জায়গায় বল রাখতে চাই আমরা।’’
আরও পড়ুন:
চাপ কমানোর জন্য বুমরাহকে পাঁচটি টেস্টে খেলানোর অনুমতি দেননি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) চিকিৎসকেরা। ইংল্যান্ড সফরের আগেই জানা গিয়েছিল, তিনটি টেস্টে খেলবেন বুমরাহ। বেন স্টোকসদের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলার পর দ্বিতীয় টেস্টে বিশ্রাম দেওয়া হয় বুমরাহকে। আবার তৃতীয় টেস্ট খেলেন। লর্ডসে হেরে ১-২ ব্যবধানে পিছিয়ে রয়েছে ভারত। চতুর্থ টেস্টের আগে আট দিন বিশ্রাম পাচ্ছেন ক্রিকেটারেরা। তা ছাড়া ম্যাঞ্চেস্টার টেস্টে হারলে সিরিজ় হাতছাড়া হবে শুভমনদের। সম্ভবত সে কারণেই ঝুঁকি নিতে চাইছেন না গৌতম গম্ভীরেরা। ২৩ জুলাই থেকে শুরু হতে যাওয়া ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্টের পরিকল্পনা করা হচ্ছে বুমরাহকে ধরেই।