মুম্বইয়ে একটি শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠানে খুদেদের বিশেষ বার্তা দিলেন মহেন্দ্র সিংহ ধোনি। প্রায় তিন লক্ষ ৫০ হাজার ছাত্রছাত্রী হাজির হয়েছিল ধোনির বক্তব্য শুনতে। তাদের উদ্বুদ্ধ করেছেন ভারতের সব চেয়ে সফল অধিনায়ক।
ধোনির মূল বক্তব্য, ছোট শহর থেকে উঠে এসেও সফল হওয়া সম্ভব। তিনি বলেছেন, ‘‘পিন কোড কখনও কারও ভবিষ্যৎ তৈরি করে দিতে পারে না। ছোট শহর থেকে উঠে এলেও সফল হওয়া সম্ভব। রাঁচী থেকে উঠে এসে যদি কেউ বিশ্বকাপ জিততে পারে, তা হলে যে কোনও শহর থেকেই সফল হওয়া সম্ভব। প্রয়োজন নিষ্ঠা, পরিশ্রম ও মনঃসংযোগ।’’
কী ভাবে ছাত্রছাত্রী-রা কঠিন সময়ে মাথা ঠান্ডা রাখবেন? সেই পাঠও দিয়ে যান কিংবদন্তি। তাঁকে ‘ক্যাপ্টেন কুল’ হিসেবে জানতেন সারা বিশ্ব। কঠিন পরিস্থিতি থেকে ভারতকে একাধিক ম্যাচ জিতিয়েছেন। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অপরাজিত থেকে ভারতকে বিশ্বকাপও জিতিয়েছেন। কী ভাবে এত চাপ সামলাতেন ধোনি? তাঁর উত্তর, ‘‘তুমি কী ভাবে নিজেকে তৈরি করছ, সেটা খুব জরুরি। যদি প্রস্তুতিতে কেউ ফাঁকি না দাও, ভাল ফল কেউ আটকাতে পারবে না। যদি মন দিয়ে কোনও কিছুর জন্য নিজেকে তৈরি করো, তখনই ধৈর্য বাড়ে। আত্মবিশ্বাস তৈরি হয়। চাপের সময়ও মাথা ঠান্ডা থাকে। ভবিষ্যতে কী হবে তা ভেবো না। বর্তমানে কী করছ, তাতে নজর দাও।’’
ধোনি আরও বলেছেন, ‘‘আমি জীবনেও ভাবতাম না ভারতীয় দলের হয়ে খেলব। প্রতিটা ম্যাচে ভাল খেলার চেষ্টা করতাম। এই প্রয়াসই ধীরে ধীরে আমাকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দিয়েছে।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)