Advertisement
২৫ জুলাই ২০২৪
MS Dhoni

MS Dhoni: পন্থের মুখোশ পরে ইংল্যান্ডের মাঠে সটান হাজির ধোনি! তার পর…

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি দেখতে যান মহেন্দ্র সিংহ ধোনি। ঋষভ পন্থের একটি বড় মুখোশ পরে গিয়েছিলেন তিনি।

এ ভাবেই ভারতের খেলা দেখতে যান ধোনি (মাঝে)

এ ভাবেই ভারতের খেলা দেখতে যান ধোনি (মাঝে) ছবি: টুইটার

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১০ জুলাই ২০২২ ২১:১৭
Share: Save:

তিনি বার বার বলেছেন মহেন্দ্র সিংহ ধোনি তাঁর আদর্শ। বার বার বলেছেন মহেন্দ্র সিংহ ধোনিকে দেখেই তাঁর ক্রিকেট খেলা শুরু। সেই মহেন্দ্র সিংহ ধোনি এ বার এ বার হাজির হলেন শিষ্য ঋষভ পন্থের মুখোশ পরে। এজবাস্টনে দেখা গেল গুরু-শিষ্য যুগলবন্দি।

লন্ডনে ছুটি কাটাচ্ছেন ধোনি। তার মাঝেই তিনি ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি দেখতে পৌঁছে যান এজবাস্টনে। তাঁর মুখে ছিল পন্থের একটি বড় মুখোশ। ধোনির সেই ছবি ভাইরাল নেটমাধ্যমে।

ম্যাচ শেষে ভারতীয় দলের সাজঘরে যান ধোনি। সেখানে ঈশান কিশনদের সঙ্গে কথা বলতে দেখা যায় তাঁকে। ধোনির সামনে শ্রোতা হয়ে দাঁড়িয়েছিলেন ভারতীয় ক্রিকেটাররা। সেই ছবি প্রকাশ করে বিসিসিআই। ক্যাপশনে লেখে, ‘ধোনি যখন কথা বলেন, তখন সবাই শ্রোতার ভূমিকায়’।

ম্যাচ শেষে সাজঘরে পন্থের সঙ্গে দেখা করেন ধোনি। সেই ছবি নেটমাধ্যমে দেন ভারতীয় দলের উইকেটরক্ষক।

ট্রেন্টব্রিজে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচেও গ্যালারিতে দেখা যায় ধোনিকে। ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী এই সিরিজে ধারাভাষ্যকারের ভূমিকায় রয়েছেন। তাঁর সঙ্গে কথা বলতে দেখা যায় ধোনিকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE