Advertisement
E-Paper

চেনা যাচ্ছে না সরফরাজ়কে! ২ মাসে ১৭ কেজি ওজন কমিয়ে সমালোচকদের জবাব ‘অবাধ্য’ ব্যাটারের

বর্ডার-গাওস্কর ট্রফির দলে থাকলেও ম্যাচ খেলার সুযোগ পাননি সরফরাজ় খান। অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফির দলেই জায়গা পাননি। মুম্বইয়ের ব্যাটারের ফিটনেস নিয়ে বার বার প্রশ্ন উঠেছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ জুলাই ২০২৫ ১৬:০০
Picture of Sarfaraz Khan

(বাঁ দিকে) সরফরাজ় খানের আগের চেহারা এবং ১৭ কেজি ওজন কমানোর পর সরফরাজ় (ডান দিকে)। ছবি: এক্স (টুইটার)।

নিজেকে বদলে ফেলেছেন সরফরাজ় খান। মুম্বইয়ের তরুণ ব্যাটারের ক্রিকেটীয় দক্ষতা নিয়ে প্রশ্ন ছিল না। প্রশ্ন ছিল তাঁর ফিটনেস নিয়ে। গত দু’মাস ফিটনেস ট্রেনিংয়ে ডুবে থেকে সমালোচকদের দিলেন সরফরাজ়।

থলথলে চেহারা। শরীর ভর্তি মেদ। ঘরোয়া ক্রিকেটে ঝুরি ঝুরি রান করেও জাতীয় নির্বাচকদের মন জিততে পারেননি সরফরাজ়। জাতীয় দলে বিক্ষিপ্ত ভাবে সুযোগ পেয়েছেন। যেটুকু সুযোগ পেয়েছেন, রান করেছেন। তবু অজিত আগরকরদের পছন্দের তালিকায় জায়গা করে নিতে পারেননি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ়ে দলে থাকলেও ম্যাচ খেলার সুযোগ পাননি। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজ়ে ভারতীয় দলে জায়গা পাননি। মুম্বইয়ের ব্যাটারের ফিটনেস নিয়ে বার বার প্রশ্ন উঠেছে। তাতেই পিছিয়ে পড়েছেন লাল বলের ঘরোয়া ক্রিকেটে অন্যতম সফল ব্যাটার।

সরফরাজ় আর পিছিয়ে থাকতে রাজি নন। ফিটনেস নিয়ে যাবতীয় আশঙ্কার অবসান ঘটাতে চান। তাই গত দু’মাসে ঝরিয়ে ফেলেছেন ১৭ কেজি। ইংল্যান্ড সফরের দলে সুযোগ না পাওয়া ব্যাটার নিজেকে ডুবিয়ে রেখেছেন অনুশীলনে। সমান তালে চলছে জিম, ফিটনেস ট্রেনিং। সমাজমাধ্যমে নতুন চেহারার ছবি পোস্ট করেছেন তিনি। তাঁর ছবি ভাইরাল হয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। গত দু’মাসে নিজেকে এতটাই বদলে ফেলেছেন, এক ঝলকে চেনাই দায়!

ছিপছিপে সরফরাজ় যেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন নির্বাচকদের। জাতীয় দলের কোচিং স্টাফদের। পরিশ্রম করে জবাব দিয়েছেন সমালোচকদের। ইংল্যান্ডের মাটিতে সাই সুদর্শন, করুণ নায়ারেরা ব্যর্থ। স্বাভাবিক ভাবেই সরফরাজ় সুযোগ না পাওয়ায় ক্রিকেট মহলের একাংশে আলোচনা শুরু হয়েছে। সেই সময়েই ২৭ বছরের ক্রিকেটারের ফিটনেস সেই আলোচনাকে আরও ইন্ধন যোগাতে পারে।

Sarfaraz Khan Fitness Indian Cricket team test cricket BCCI
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy