Advertisement
E-Paper

দ্বিশতরান হাতছাড়া জগদীশনের, বড় রান দক্ষিণাঞ্চলের, দলীপ ট্রফিতে মধ্যাঞ্চলকে টানছেন পাটীদার

মাত্র তিন রানের জন্য দলীপ ট্রফিতে দ্বিশতরান হাতছাড়া করলেন নারায়ণ জগদীশন। ১৩৭ রানে আউট হয়ে গেলেন তিনি। তবে বড় রান তুলেছে দক্ষিণাঞ্চল। উত্তরাঞ্চলের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৫৩৬ রান তুলেছে তারা। লড়াই করছে মধ্যাঞ্চলও।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৫ ২০:২৭
cricket

শতরানের পর উচ্ছ্বাস জগদীশনের। ছবি: সমাজমাধ্যম।

মাত্র তিন রানের জন্য দলীপ ট্রফিতে দ্বিশতরান হাতছাড়া করলেন নারায়ণ জগদীশন। ১৩৭ রানে আউট হয়ে গেলেন তিনি। বড় রান তুলেছে দক্ষিণাঞ্চল। উত্তরাঞ্চলের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৫৩৬ রান তুলেছে তারা।

২৯৭ রানে তিন উইকেট নিয়ে খেলা শুরু করেছিল দক্ষিণাঞ্চল। দ্বিতীয় দিন প্রায় পুরোটাই ব্যাট করেছে তারা। ৮৮.২ ওভার ব্যাট করে ২৩৯ রান তুলেছে। ১৬টি চার এবং তিনটি ছয়ের সাহায্যে ৩৫২ বলে ১৯৭ রান করে রানআউট হন জগদীশন। দক্ষিণাঞ্চলের বাকি ব্যাটারেরা ক্রিজ়‌ে টিকে থাকার মরিয়া চেষ্টা করেননি। ফলে উত্তরাঞ্চলের ব্যাটারদের কাছে দু’দিন সময় রয়েছে দক্ষিণাঞ্চলের রান টপকে গিয়ে দলীপের ফাইনালে উঠে যাওয়ার।

দিনের শুরুতে দক্ষিণাঞ্চলের অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন (১১) দ্বিতীয় বলেই ফিরে যান। পঞ্চম উইকেটে জগদীশনের সঙ্গে জুটি গড়েন রিকি ভুই (৫৪)। তবে ভুইয়ের জন্যই রানআউট হন জগদীশন। দ্রুত খুচরো রান নিতে গিয়ে দেখেন ভুই ক্রিজ়েই দাঁড়িয়ে। আর ফিরতে পারেননি জগদীশন। উত্তরাঞ্চলের নিশান্ত সিন্ধু ১২৫ রানে পাঁচ উইকেট নিয়েছেন।

এ দিকে, প্রথম ইনিংসে পশ্চিমাঞ্চলের তোলা ৪৩৮ রানের জবাব দ্বিতীয় দিনের শেষে মধ্যাঞ্চল দু’উইকেটে ২২৯ রান তুলেছে। ক্রিজ়ে রয়েছেন শুভম শর্মা (৬০) এবং রজত পাটীদার (৪৭)। ৭৬ রান করে আউট হয়েছেন দানিশ মালেওয়ার। ১৩৬ বলে ইনিংসে বিপক্ষের বোলারদের সে ভাবে কোনও সুযোগই দেননি।

উল্টো দিকে থাকা শুভম অবশ্য বার বার তনুশ কোটিয়ান এবং ধর্মেন্দ্র জাডেজার বলে সমস্যায় পড়ছিলেন। দানিশের খেলা দেখে মনে হচ্ছিল এ বারও তিন অঙ্কের রান করবেন। তবে জাডেজার বলে উইকেটকিপার হার্ভিক দেসাইয়ের হাতে ক্যাচ দেন।

Narayan Jagadeesan Duleep Trophy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy