Advertisement
২০ সেপ্টেম্বর ২০২৪
VVS Laxman

আবার ভারতীয় দলের কোচ হতে পারেন লক্ষ্মণ, নেতৃত্ব দিতে পারেন ধবন

ভারত ‘এ’ দলের দায়িত্ব সামলাচ্ছেন লক্ষণ। নিউজিল্যান্ড ‘এ’ দলের কোচিং করাচ্ছেন তিনি। বেসরকারি টেস্টের পর এক দিনের সিরিজ খেলবে দুই দল। সেই সিরিজ শেষ হবে ২৭ সেপ্টেম্বর।

ভারত ‘এ’ দলের দায়িত্ব সামলাচ্ছেন লক্ষণ।

ভারত ‘এ’ দলের দায়িত্ব সামলাচ্ছেন লক্ষণ। —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২২ ০৯:৩৬
Share: Save:

ভারতীয় দলের সাজঘরে আবার দেখা যেতে পারে ভিভিএস লক্ষ্মণকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কোচ করা হতে পারে তাঁকে। ভারতীয় দলকে নেতৃত্ব দিতে পারেন শিখর ধবন। ৬ অক্টোবর থেকে শুরু হবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের সিরিজ। তিন ম্যাচের সেই সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দিতে পারেন শিখর।

২২ অক্টোবর থেকে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই কারণে রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলী-সহ টি-টোয়েন্টি বিশ্বকাপের দলকে আগেই অস্ট্রেলিয়া পাঠিয়ে দেওয়া হতে পারে। সে দেশে অনুশীলন ম্যাচ খেলবে ভারত। আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতেও সুবিধা হবে রোহিতদের। সেই কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের সিরিজে তাঁদের না রাখার সিদ্ধান্ত নিতে পারে ভারত। রোহিতদের সঙ্গে অস্ট্রেলিয়া পাঠিয়ে দেওয়া হতে পারে কোচ রাহুল দ্রাবিড়কেও। সেই কারণেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দায়িত্ব দেওয়া হতে পারে লক্ষ্মণ, শিখরদের।

বোর্ডের এক কর্তা সংবাদমাধ্যমকে বলেন, “আইসিসি যে অনুশীলন ম্যাচের আয়োজন করেছে সেগুলো ছাড়াও কিছু ম্যাচ খেলতে চাই আমরা। কথা হচ্ছে অন্য দলগুলোর সঙ্গে। ৫ অক্টোবর অস্ট্রেলিয়া যাবে ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের দলের কোচ হবেন ভিভিএস লক্ষ্মণ।” এর আগে আয়ারল্যান্ডের বিরুদ্ধেও ভারতীয় দলের কোচ হয়েছিলেন লক্ষ্মণ। জিম্বাবোয়েতে লোকেশ রাহুলের দলের কোচও ছিলেন তিনি। এশিয়া কাপের আগে দ্রাবিড়ের করোনা হয়। সেই সময় দলের কোচ হিসাবে নিয়ে যাওয়া হয় লক্ষ্মণকে। পাকিস্তান ম্যাচের আগে দ্রাবিড় দলে যোগ দিলে দায়িত্ব ছাড়েন ভারতের প্রাক্তন ব্যাটার।

ভারত ‘এ’ দলের দায়িত্ব সামলাচ্ছেন লক্ষণ। নিউজিল্যান্ড ‘এ’ দলের কোচিং করাচ্ছেন তিনি। বেসরকারি টেস্টের পর এক দিনের সিরিজ খেলবে দুই দল। সেই সিরিজ শেষ হবে ২৭ সেপ্টেম্বর। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের এক দিনের সিরিজের ম্যাচগুলি হবে ৬, ৯ এবং ১১ অক্টোবর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE