Advertisement
০৮ মে ২০২৪
Netherlands Cricket

Ryan Campbell: ছুটি কাটাতে গিয়ে হৃদরোগে আক্রান্ত নেদারল্যান্ডস ক্রিকেট দলের কোচ, ভর্তি আইসিইউ-তে

ডান হাতি উইকেটরক্ষক-ব্যাটার ক্যাম্পবেল অস্ট্রেলিয়ার হয়ে ২০০২ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দু’টি এক দিনের ম্যাচ খেলেছেন। ঘরোয়া ক্রিকেটে ভাল খেললেও দেশের হয়ে আর সুযোগ পাননি। তবে ২০১৬ সালে ৪৪ বছর বয়সে হংকংয়ের হয়ে টি২০ বিশ্বকাপ খেলেন ক্যাম্পবেল। পরের বছরই নেদারল্যান্ডসের কোচ করা হয় তাঁকে।   

নেদারল্যান্ডস ক্রিকেট দলের কোচ রায়ান ক্যাম্পবেল।

নেদারল্যান্ডস ক্রিকেট দলের কোচ রায়ান ক্যাম্পবেল। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২২ ১৭:১৯
Share: Save:

পরিবারের সঙ্গে ছুটি কাটাতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়েছেন নেদারল্যান্ডস ক্রিকেট দলের কোচ রায়ান ক্যাম্পবেল। তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। আইসিইউ-তে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তাঁর শারীরিক অবস্থা সঙ্কটজনক বলে জানা গিয়েছে।
সম্প্রতি দলের সঙ্গে নিউজিল্যান্ড সফরে গিয়েছিলেন ক্যাম্পবেল। সেখানে তিন ম্যাচের এক দিনের সিরিজ ০-৩ ব্যবধানে হারে নেদারল্যান্ডস। তার পরে টি২০ সিরিজের আগে সাত দিনের ছুটি নিয়ে পার্থে নিজের বাড়ি ফিরেছিলেন তিনি। কাম্পবেলের বন্ধুরা জানিয়েছেন, সুস্থই ছিলেন তিনি। মঙ্গলবার সকালে পরিবারের সঙ্গে বাড়ির কাছেই একটি পার্কে গিয়েছিলেন ক্যাম্পবেল। সেখানেই হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি।

ডান হাতি উইকেটরক্ষক-ব্যাটার ক্যাম্পবেল অস্ট্রেলিয়ার হয়ে ২০০২ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দু’টি এক দিনের ম্যাচ খেলেছেন। ঘরোয়া ক্রিকেটে ভাল খেললেও দেশের হয়ে আর সুযোগ পাননি। তবে ২০১৬ সালে ৪৪ বছর বয়সে হংকংয়ের হয়ে টি২০ বিশ্বকাপ খেলেন ক্যাম্পবেল। পরের বছরই নেদারল্যান্ডসের কোচ করা হয় তাঁকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Netherlands Cricket Ryan Campbell Heart Attack
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE