এক দিনের সিরিজ়ে ভারতীয় বোলারদের শাসন করেছেন ড্যারিল মিচেল। টি-টোয়েন্টি সিরিজ় এবং বিশ্বকাপেও তাঁর একই রকম ফর্ম দেখতে চাইছেন নিউ জ়িল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। এ দিকে, জোরে বোলার লকি ফার্গুসন জানিয়েছেন, ভারতের বিরুদ্ধে নিখুঁত টি-টোয়েন্টি সিরিজ় খেলে বিশ্বকাপ জেতাই পাখির চোখ তাঁর দলের।
এক দিনের সিরিজ়ে ৩৫২ রান করেছেন মিচেল। তিনি টি-টোয়েন্টি দলেও রয়েছেন। নাগপুরে সাংবাদিক বৈঠকে বলেছেন, “শুরুর দিকে স্পিনে সমস্যা হত ড্যারিলের। কিন্তু প্রচুর পরিশ্রম করেছে ও। তারই ফল এখন পাচ্ছে। এখন খুব ভাল স্পিন খেলতে পারে। এক দিনের ম্যাচে মাঝের দিকের ওভারে ম্যাচ নিয়ন্ত্রণ করতে পারে। আশা করি টি-টোয়েন্টিতেও ওর থেকে একই জিনিস দেখতে পাব।”
বিশ্বকাপে আগে ভারতে খেলায় তাঁদের বাড়তি সুবিধা হবে মনে করেন স্যান্টনার। তিনি চান, দল শিক্ষা নিক এই সফর থেকে। স্যান্টনারের কথায়, “আমরা এ দেশে খেলতে ভালবাসি। একটা অসাধারণ দলের বিরুদ্ধে খেলছি। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার সুবিধা পাব।”
আরও পড়ুন:
একই কথা শোনা গিয়েছে ফার্গুসনের মুখেও। দেশ থেকে ভারতের উদ্দেশে রওনা দেওয়ার আগে তিনি বলেছেন, “নিখুঁত প্রস্তুতি যাকে বলে, এই সিরিজ় ঠিক সেটাই। জানি বিশ্বকাপে যে মাঠে খেলব, এই সিরিজ়ে সেই মাঠে খেলব না। তবে একটা অভিজ্ঞতা তো হবে। সেটা শিশির বা পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া, যে কোনও কিছুই হতে পারে। বিশ্বকাপের আগে প্রস্তুত হওয়ার দারুণ একটা উপায়।”
তিনি আরও বলেছেন, “ভারতের বিশ্বের অন্যতম সেরা দল। নিজেদের দেশে ওরা বিশ্বমানের ক্রিকেট খেলে। তবে এক দিনের সিরিজ়ের মতো আমরাও লড়াই করার জন্য তৈরি।”