টেস্টে এক ইনিংসে ১০ উইকেট রয়েছে মাত্র তিন জন বোলারের। টেস্টের ইতিহাসে এই কীর্তি বিরল। কিন্তু সেই ইনিংসের জার্সি নিজের কাছে রাখতে চাইছেন না নিউজিল্যান্ডের স্পিনার অজাজ পটেল। বিরাট কোহলীদের বিরুদ্ধে টেস্টের এক ইনিংসে ১০ উইকেট নেওয়া জার্সি নিলাম করলেন তিনি। একটি শিশু হাসপাতালের উন্নয়নের জন্য জার্সি নিলাম করেছেন তিনি।
এই প্রসঙ্গে অজাজ বলেন, ‘‘গত বছর মেয়ে অসুস্থ হওয়ায় কয়েক দিন ওই শিশু হাসপাতালে আমাকে ও আমার স্ত্রীকে থাকতে হয়েছিল। তখনই সমস্যাগুলো চোখে পড়ে। ঠিক করি হাসপাতালের জন্য কিছু করব। এ ভাবেই আমরা সেটা করতে পারতাম। তাই জার্সি নিলামে তুলি।’’ সেই জার্সিতে নিউজিল্যান্ডের সব ক্রিকেটারের সই ছিল। নিলাম থেকে কত টাকা উঠেছে বা হাসপাতালকে কত টাকা দেওয়া হয়েছে সেই বিষয়ে অবশ্য অজাজ বা হাসপাতালের তরফে কিছু জানানো হয়নি।