Advertisement
E-Paper

৯ নজির: ভারত-ইংল্যান্ড প্রথম টেস্টে কী কী রেকর্ড হল?

ভারত-ইংল্যান্ডের প্রথম টেস্টে একাধিক নজির তৈরি হয়েছে। গর্বের নজির যেমন তৈরি হয়েছে, তেমন লজ্জার নজিরও হয়েছে। কিছু দলগত আবার কিছু ব্যক্তিগত।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ জুন ২০২৫ ১৮:২১
picture of cricket

ভারত-ইংল্যান্ড টেস্ট ম্যাচের একটি মুহূর্ত। ছবি: এক্স (টুইটার)।

হার দিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ় শুরু করেছে ভারত। দু’ইনিংস মিলিয়ে ৮৩৫ রান তুলেও হারতে হয়েছে শুভমন গিলদের। বেন স্টোকসদের দাপটে হেডিংলে টেস্টে ন’টি নজির তৈরি হয়েছে।

১) চতুর্থ ইনিংসে ৩৭১ রান তাড়া করে জয় পেয়েছেন স্টোকসেরা। রান তাড়া করে টেস্টে দ্বিতীয় সেরা জয় পেয়েছে ইংল্যান্ড। এর আগে ২০২২ সালে বার্মিংহ্যামে ভারতের বিরুদ্ধেই চতুর্থ ইনিংসে ৩৭৮ রান তুলে জিতেছিল ইংল্যান্ড। যা এখনও পর্যন্ত টেস্টে রান তাড়া করে ইংল্যান্ডের সেরা জয়। হেডিংলের জয় থাকল দ্বিতীয় স্থানে।

২) ভারতের বিরুদ্ধে রান তাড়া করে টেস্ট জয়ের তালিকাতেও হেডিংলে টেস্ট থাকছে দ্বিতীয় স্থানে। প্রথম স্থানে রয়েছে ২০২২ সালে ইংল্যান্ডের ৩৭৮ রান তাড়া করে জয়। অর্থাৎ, চতুর্থ ইনিংসে প্রতিপক্ষের দেওয়া লক্ষ্য তাড়া করে হেডিংলেতে দ্বিতীয় বৃহত্তম জয় পেয়েছে ইংল্যান্ড।

৩) ভারত-ইংল্যান্ড প্রথম টেস্টের পঞ্চম দিন ৩৫২ রান করেছে ইংল্যান্ড। টেস্ট ম্যাচের শেষ দিনে কোনও দলের তোলা দ্বিতীয় সর্বোচ্চ রান এটাই। শেষ দিন সবচেয়ে বেশি রান করার রেকর্ড রয়েছে অস্ট্রেলিয়ার দখলে। ১৯৪৮ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে হেডিংলেতেই ৪০৪ রান করেছিল অস্ট্রেলিয়া।

৪) হেডিংলেতে ভারতীয় দল দু’ইনিংস মিলিয়ে করেছে ৮৩৫ রান। সর্বোচ্চ রান করেও ম্যাচ হারার তালিকায় ভারত থাকছে চতুর্থ স্থানে। ১৯৪৮ সালে একই মাঠে ইংল্যান্ড ৮৬১ রান করেও হেরেছিল অস্ট্রেলিয়ার কাছে। ২০২২-২৩ মরসুমে রাওয়ালপিন্ডিতে পাকিস্তান ৮৪৭ রান করে হেরেছিল ইংল্যান্ডের কাছে। ২০২২ ট্রেন্ট ব্রিজে নিউ জ়িল্যান্ড ৮৩৭ রান করে হেরেছিল ইংল্যান্ডের কাছে। তার পরই থাকছে শুভমনদের প্রথম টেস্টে হার।

৫) হেডিংলে টেস্টে পাঁচটি ব্যক্তিগত শতরান করেছেন ভারতীয় ক্রিকেটারেরা। কোনও দলের ক্রিকেটারেরা পাঁচটি শতরান করার পরও সেই দল টেস্ট হেরেছে এমন ঘটনা এর আগে ঘটেনি। টেস্ট ক্রিকেটের ১৪৮ বছরের ইতিহাসে লজ্জার নজির গড়েছে ভারত।

৬) ভারত-ইংল্যান্ড প্রথম টেস্টে মোট সাতটি শতরান হয়েছে। পাঁচটি শতরান করেছেন ভারতের ব্যাটারেরা। দু’টি শতরান এসেছে ইংল্যান্ড শিবির থেকে। ইংল্যান্ডের মাটিতে আয়োজিত কোনও টেস্ট ম্যাচে এর আগে এতগুলি শতরান হয়নি।

৭) চতুর্থ ইনিংসে ইংল্যান্ডের ওপেনার বেন ডাকেট ১৪৯ রানের ইনিংস খেলেছেন। টেস্ট ম্যাচে ভারতের বিরুদ্ধে চতুর্থ ইনিংসে এটাই কোনও ব্যাটারের সর্বোচ্চ রান। ডাকেট ভেঙে দিয়েছেন জো রুটের রেকর্ড। ২০২২ সালে এজবাস্টনে চতুর্থ ইনিংসে ১৪২ রানের ইনিংস খেলেছিলেন রুট। ২০১০ সালে অ্যালেস্টার কুকের পর ইংল্যান্ডের প্রথম ওপেনিং ব্যাটার হিসাবে চতুর্থ ইনিংসে শতরান করলেন ডাকেট।

৮) জ্যাক ক্রলি এবং ডাকেট চতুর্থ ইনিংসে ওপেনিং জুটিতে তোলেন ১৮৮ রান। টেস্টে চতুর্থ ইনিংসে ওপেনিং জুটিতে এর আগে কখনও এত রান ওঠেনি। সব মিলিয়ে ইংল্যান্ডের এটা ওপেনিং জুটিতে দ্বিতীয় সর্বোচ্চ রান। ১৯৯১ সালে গ্রাহাম গুচ এবং মাইকেল আর্থারটন ওপেনিং জুটিতে ২০৩ রান করেছিলেন। সেটাই এখনও পর্যন্ত ওপেনিং জুটিতে ইংল্যান্ডের সর্বোচ্চ রান।

৯) ব্যক্তিগত ভাবে একটি লজ্জার নজির গড়েছেন প্রসিদ্ধ কৃষ্ণও। টেস্টের ইতিহাসে তিনিই প্রথম বোলার যিনি দু’ইনিংসেই ৯০ রানের বেশি খরচ করেছেন এবং বলের থেকে বেশি রান দিয়েছেন। প্রথম ইনিংসে ২০ ওভারে তিনি ৬.৪০ গড়ে খরচ করেছেন ১২৮ রান। দ্বিতীয় ইনিংসে ১৫ ওভার বল করে ৬.১৩ গড়ে ৯২ রান দিয়েছেন।

India vs England 2025 Records Shubman Gill Ben Stokes Prasidh Krishna
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy