অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচে খেলছেন না নীতীশ কুমার রেড্ডি। সিডনিতে টসের সময় নীতীশের না খেলার কোনও কারণ জানাননি অধিনায়ক শুভমন গিল। খেলা শুরুর কিছু ক্ষণের মধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) প্রকৃত কারণ জানিয়ে দিয়েছে।
দ্বিতীয় এক দিনের ম্যাচে চোট পেয়েছিলেন নীতীশ। খেলার মতো অবস্থায় নেই তরুণ অলরাউন্ডার। তাই সিডনিতে তৃতীয় এক দিনের ম্যাচের প্রথম একাদশে নেই তিনি। সমাজমাধ্যমে বিসিসিআই জানিয়েছে, ‘‘অ্যাডিলেডে দ্বিতীয় এক দিনের ম্যাচে বাঁ পায়ের ঊরুর পেশিতে চোট পান নীতীশ। চোটের জন্য সিডনিতে তৃতীয় এক দিনের ম্যাচ খেলতে পারছে না তিনি। বিসিসিআইয়ের মেডিক্যাল টিম নীতীশের দেখভাল করছে।’’
আরও পড়ুন:
নীতীশের বদলে শনিবার ভারতের প্রথম একাদশে এসেছেন রিস্ট স্পিনার কুলদীপ যাদব। এ ছাড়া আসন্ন টি-টোয়েন্টি সিরিজ়ের কথা ভেবেই সম্ভবত সিডনির ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে অর্শদীপ সিংহকে। তাঁর পরিবর্তে তৃতীয় এক দিনের ম্যাচে খেলছেন প্রসিদ্ধ কৃষ্ণ।