বড় সিদ্ধান্ত নিতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ইংল্যান্ড সফরে নতুন সহ-অধিনায়ক পাবেন রোহিত শর্মা। গত অস্ট্রেলিয়া সফরে ভারতের সহ-অধিনায়ক ছিলেন জসপ্রীত বুমরাহ। পাঁচটি টেস্টের মধ্যে দু’টি টেস্টে দলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। সিরিজ়ে ভারত যে একমাত্র টেস্ট জিতেছিল সেটি বুমরাহের অধিনায়কত্বে। কিন্তু তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দিতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ইংল্যান্ড সফরে তাঁকে সহ-অধিনায়কও রাখা হচ্ছে না।
বুমরাহের শরীরের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। অস্ট্রেলিয়া সফরে অতিরিক্ত পরিশ্রম করতে হয়েছিল তাঁকে। ফলে সিরিজ়ের শেষ টেস্টে পিঠে চোট পান তিনি। সেই টেস্টে প্রথম দিনের পর আর খেলতে পারেননি। তার পর প্রায় তিন মাস মাঠের বাইরে থাকতে হয়েছে বুমরাহকে। তাঁকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে হয়েছে ভারতকে। আইপিএলের প্রথম কয়েকটি ম্যাচেও খেলতে পারেননি তিনি।
চোট সারিয়ে আবার মাঠে ফিরেছেন বুমরাহ। ধীরে ধীরে ফর্মে ফিরছেন। আইপিএলের পর জুন মাসে ইংল্যান্ড সিরিজ় রয়েছে ভারতের। আগামী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পর্বে এটি ভারতের প্রথম সিরিজ়। সেখানে বুমরাহকে সব টেস্টে খেলানো যাবে না বলে নির্বাচক ও বোর্ডকর্তাদের জানিয়ে দিয়েছেন চিকিৎসকেরা। বেছে বেছে খেলাতে হবে। সেই কারণেই বুমরাহের উপর থেকে সহ-অধিনায়কত্বের দায়িত্বও সরিয়ে দিতে চাইছে বোর্ড।
আরও পড়ুন:
ভারতীয় ক্রিকেট বোর্ডের এক আধিকারিক এই বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, “আমরা এমন একজনকে সহ-অধিনায়ক করতে চাইছি যাকে পাঁচটা টেস্টেই পাওয়া যাবে। বুমরাহ পাঁচটা টেস্ট খেলবে না। ওকে না সরালে সিরিজ়ে বার বার সহ-অধিনায়ক বদলাতে হবে। সেটা চাইছি না। অধিনায়ক ও সহ-অধিনায়ক সিরিজ়ের সব টেস্ট খেললে দলের সুবিধা।”
বোর্ডের ওই আধিকারিকের কথা থেকে স্পষ্ট নতুন করে নেতৃত্ব নিয়ে ভাবনাচিন্তা করছে তারা। কয়েক মাস আগে পর্যন্ত রোহিতের পর বুমরাহের হাতেই ভারতের লাল বলের অধিনায়কত্ব দেখা যাচ্ছিল। কিন্তু তাঁর চোট পরিস্থিতি বদলে দিয়েছে। এই পরিস্থিতিতে দু’জনের নাম উঠে আসছে। শুভমন গিল ও ঋষভ পন্থ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুভমনকে রোহিতের ডেপুটি করা হয়েছিল। পন্থও লাল বলের ক্রিকেটে ভারতের প্রথম পছন্দ। এই দু’জনের মধ্যে এক জনের হাতে দায়িত্ব তুলে দিতে পারে বোর্ড। তবে এই মুহূর্তে দৌড়ে অনেকটা এগিয়ে শুভমন। আইপিএলেও ছন্দে রয়েছেন তিনি। অন্য দিকে পন্থের আইপিএলে যা হাল তাতে তাঁর আত্মবিশ্বাস তলানিতে। এই পরিস্থিতিতে টেস্ট দল থেকেও বাদ পড়তে পারেন তিনি। ফলে ইংল্যান্ড সফরে পন্থই খেলবেন তা নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না। সেই কারণেই সহ-অধিনায়ক হওয়ার লড়াইয়ে এগিয়ে শুভমন।