প্রতিদিন একের পর এক সমস্যা নিয়ে হাজির হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। একের পর এক অভিযোগ করেই চলেছে তারা। গ্রুপ পর্বে ভারত-পাকিস্তান ম্যাচের পর ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল পাক বোর্ড। এ বার সুপার ফোরের ম্যাচের আগে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের বিরুদ্ধে অভিযোগ জানাতে পারে তারা।
পাকিস্তানকে হারানোর পর পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন ভারত অধিনায়ক সূর্য। ‘অপারেশন সিঁদুর’-এর জন্য ভারতের সেনাবাহিনীর প্রশংসা করেছিলেন তিনি। ‘এনডিটিভি’ জানিয়েছে, সূর্যের এই মন্তব্য ভাল ভাবে নেয়নি পাকিস্তান। তাই তারা সরকারি ভাবে আইসিসি-র কাছে অভিযোগ জানাতে পারে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান রামিজ় রাজা সূর্যের মন্তব্যের সমালোচনা করেছেন। তিনি বলেন, “খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সূর্য যা বলেছে তাতে আমার বড় আপত্তি রয়েছে। পুরোটাই রাজনৈতিক কথা বলা হয়েছে। খেলার মাঠে এটা মেনে নেওয়া যায় না।” পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক সূত্র ‘এনডিটিভি’-কে জানিয়েছে, সূর্যের মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ না করলে নিজের দেশেই সমালোচনার মুখে পড়তে পারে পাক বোর্ড। সেই জন্য এই সিদ্ধান্ত নিয়েছে তারা।
জানা গিয়েছে, আইসিসি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে জানিয়েছে, তারা কোনও অভিযোগ করতে চাইলে রবিবারের মধ্যে তা করতে হবে। ঘটনাচক্রে রবিবারই সুপার ফোরের ম্যাচে ভারত-পাকিস্তান মুখোমুখি। সেই ম্যাচে নামার আগে ভারতের উপর চাপ আরও বাড়াতে চাইছে পাকিস্তান। সেই কারণেই এই সিদ্ধান্ত নিতে পারে তারা।
আরও পড়ুন:
এর আগে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টের বিরুদ্ধে অভিযোগ করেছিল পাকিস্তান। পাইক্রফ্টকে সরিয়ে দেওয়ার দাবি করেছিল তারা। নইলে এশিয়া কাপে আমিরশাহি ম্যাচ না খেলারও হুমকি দিয়েছিল তারা। কিন্তু পাকিস্তানের সেই দাবি মানা হয়নি। আইসিসি-র বক্তব্য, তাদের কাজই হল ম্যাচ পরিচালকদের পাশে থাকা। পাকিস্তানের চাপে পাইক্রফ্টকে সরিয়ে দেওয়া হলে আইসিসি-র স্বচ্ছতা এবং নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন উঠবে। পাশাপাশি এটাও প্রমাণিত হবে, আইসিসি পাকিস্তানকে ভয় পায়! খুব খারাপ দৃষ্টান্ত তৈরি হবে। আইসিসি স্পষ্ট জানিয়ে দেয়, ম্যাচ রেফারি ঠিক করা পুরোপুরি আইসিসি-র দায়িত্ব। কোনও দেশের চাপের কাছে নতিস্বীকার করা হবে না।
শুধু ম্যাচ পরিচালকের পাশেই দাঁড়ায়নি আইসিসি। তারা তদন্ত করার পরেই সিদ্ধান্ত নিয়েছে যে, পাইক্রফ্ট কোনও দোষ করেননি। পিসিবিকে ই-মেল করে জানিয়েও দেওয়া হয়, তাঁকে বদলে দেওয়ার কোনও কারণ নেই। পিসিবি প্রস্তাব দেয় অন্তত বুধবারের ম্যাচে পাইক্রফ্টের জায়গায় আর এক ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনকে দায়িত্ব দেওয়া হোক। সেই প্রস্তাবও খারিজ হয়ে যায়। তাই সূর্যের বিরুদ্ধে কোনও অভিযোগ করলেও তা নিয়ে আইসিসি কোনও পদক্ষেপ করবে কি না, তাতে সংশয় রয়েছে।