Advertisement
২৭ এপ্রিল ২০২৪
T20 World Cup 2022

বাবর-রিজওয়ানের খেলায় খুশি নন পাকিস্তানের নির্বাচক প্রধান, বিশ্বকাপের আগে ভয় পাচ্ছেন ওয়াসিম

মহম্মদ ওয়াসিম জানিয়েছেন, বাবর আজম ও মহম্মদ রিজওয়ান দলের বাকি ব্যাটারদের উপর ভরসা দেখাচ্ছেন না। এতে বাকিদের খেলার উপর প্রভাব পড়ছে বলে মনে করেন তিনি।

বাবর-রিজওয়ানে খুশি নন পাকিস্তানের নির্বাচক প্রধান।

বাবর-রিজওয়ানে খুশি নন পাকিস্তানের নির্বাচক প্রধান। —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২২ ১৬:২৬
Share: Save:

বিশ্বকাপের আগে ভয় পাচ্ছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের নির্বাচক প্রধান মহম্মদ ওয়াসিম। তাঁর আশঙ্কার কারণ, পাকিস্তানের ব্যাটিং। দলের দুই প্রধান ব্যাটার বাবর আজম ও মহম্মদ রিজওয়ানের খেলায় খুশি নন তিনি। তাঁর মতে, বাবর-রিজওয়ান দলের বাকি ব্যাটারদের উপর ভরসা দেখাচ্ছেন না। এতে বাকিদের খেলার উপর প্রভাব পড়ছে বলে মনে করেন তিনি।

পাকিস্তানের এক টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারে ওয়াসিম বলেন, ‘‘আমাদের খেলার ধরনটা দেখুন। ইংল্যান্ড আমাদের ভুলগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। অনেক দলই আমাদের থেকে ব্যাটিংয়ে এগিয়ে রয়েছে। আমাদের খেলার ধরন বদলাতে হবে।’’

ব্যাটিংয়ে কোথায় ভুল হচ্ছে, সে বিষয়েও মুখ খুলেছেন ওয়াসিম। তিনি বলেন, ‘‘কোনও দল তখনই বড় রান করে যখন টপ অর্ডার ও মিডল অর্ডারের মধ্যে বোঝাপড়া থাকে। আমাদের সেটা হচ্ছে না। আমরা তখনই সফল হয়েছি যখন আমাদের টপ অর্ডার ভাল খেলেছে। কিন্তু বাবর, রিজওয়ান বা ফখর জমান খেলতে না পারলে আমরা জিততে পারিনি। এটা বদলাতে হবে। বাবর-রিজওয়ানদেরও মিডল অর্ডারের উপর ভরসা দেখাতে হবে। হাত খুলে খেলতে হবে ওদের। উইকেট কামড়ে পড়ে থাকলে হবে না।’’

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল নির্বাচনে তিনি মিডল অর্ডারের উপর বেশি নজর দিয়েছেন বলে জানিয়েছেন ওয়াসিম। তিনি বলেন, ‘‘আমি দল নির্বাচন করার সময় লক্ষ্য রেখেছি যাতে মিডল অর্ডার ও নীচের দিকের ব্যাটাররাও রান করতে পারে। সেই কারণে আসিফ আলি, খুশদিল শাহ, ইফতিকার আহমেদকে রাখা হয়েছে। ওরা প্রত্যেকে বড় শট খেলতে পারে। তবে ওদের আরও ধারাবাহিক হতে হবে।’’

আগামী বিশ্বকাপে বাবর-রিজওয়ান নন, বরং শাদাব খান ও মহম্মদ নওয়াজকে দলের তুরুপের তাস বলে মনে করছেন নির্বাচক প্রধান। ওয়াসিম বলেন, ‘‘শাদাব ও নওয়াজ আমাদের তুরুপের তাস। ওরা চার ওভার বল করতে পারে। আবার বড় শট খেলার ক্ষমতা রাখে। যে দলে যত ভাল অলরাউন্ডার রয়েছে, টি-টোয়েন্টিতে সেই দলের জেতার সম্ভাবনা তত বেশি। তাই ওদের উপর আমাদের নজর থাকবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE