Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Jemimah Rodrigues

এশিয়া কাপে ভাল খেলার পুরস্কার, স্মৃতি-শেফালিদের সঙ্গে একই সারিতে ঢুকে পড়লেন জেমাইমা

এশিয়া কাপে তিন ম্যাচে ১৫১ রান করেছেন জেমাইমা রদ্রিগেজ়। ভাল খেলার পুরস্কার পেয়েছেন তিনি। আইসিসি-র মহিলাদের টি-টোয়েন্টি ব্যাটারদের ক্রমতালিকায় প্রথম দশে ঢুকে পড়েছেন তিনি।

আইসিসি ক্রমতালিকায় প্রথম দশে জেমাইমা।

আইসিসি ক্রমতালিকায় প্রথম দশে জেমাইমা। —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২২ ১৫:৫৪
Share: Save:

ভাল ছন্দে রয়েছেন জেমাইমা রদ্রিগেজ়। এশিয়া কাপে তিনটি ম্যাচের মধ্যে দু’টি ম্যাচে ব্যাট করেছেন ভারতের মহিলা ক্রিকেট দলের এই ব্যাটার। দু’টিতেই অর্ধশতরান করেছেন তিনি। এশিয়া কাপে তিন ম্যাচে তাঁর রান ১৫১। ভাল খেলার পুরস্কার পেয়েছেন জেমাইমা। আইসিসি-র মহিলাদের টি-টোয়েন্টি ব্যাটারদের ক্রমতালিকায় প্রথম দশে ঢুকে পড়েছেন তিনি। স্মৃতি মন্ধানা ও শেফালি বর্মার পরে তৃতীয় ব্যাটার হিসাবে প্রথম দশে ঢুকেছেন জেমাইমা।

টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় চার ধাপ লাফিয়ে আট নম্বরে উঠে এসেছেন জেমাইমা। তাঁর পয়েন্ট ৬৪১। তালিকায় তিন নম্বরে রয়েছেন এশিয়া কাপে ভারতীয় দলের অধিনায়ক স্মৃতি। তাঁর পয়েন্ট ৭১৭। সাত নম্বরে রয়েছেন শেফালি। তাঁর পয়েন্ট ৬৪৮।

ব্যাটারদের তালিকায় শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার বেথ মুনি। তাঁর পয়েন্ট ৭৪৩। দ্বিতীয় স্থানে মুনির সতীর্থ মিগ ল্যানিং। তাঁর দখলে রয়েছে ৭২৫ পয়েন্ট। চার ও পাঁচ নম্বরে রয়েছেন যথাক্রমে অস্ট্রেলিয়ার তাহিলা ম্যাকগ্রা (৭০৪) ও নিউজ়িল্যান্ডের সোফি ডিভাইন (৬৯৯)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Jemimah Rodrigues India Cricket ICC Ranking
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE