Advertisement
০২ মে ২০২৪
ICC ODI World Cup 2023

বিশ্বকাপে শ্বশুরকে ছাপিয়ে গেলেন জামাই, বাংলাদেশের বিরুদ্ধে কে করলেন এই কীর্তি

পাকিস্তানের হয়ে নজির গড়লেন এক ক্রিকেটার। বাংলাদেশের বিরুদ্ধে শ্বশুরকে ছাপিয়ে গেলেন তিনি। কোন কীর্তি করলেন সেই ক্রিকেটার?

odi world cup

সতীর্থদের সঙ্গে শাহিন শাহ আফ্রিদি (বাঁ দিকে)। ছবি: পিটিআই

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৩ ১০:৪৬
Share: Save:

বিশ্বকাপে পাকিস্তানের হয়ে নজির গড়লেন শাহিন শাহ আফ্রিদি। বাংলাদেশের বিরুদ্ধে ৩ উইকেট নিয়ে তিনি ছাপিয়ে গেলেন তাঁর শ্বশুর শাহিদ আফ্রিদিকে। সেই সঙ্গে পাকিস্তানের আর এক প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতারকেও ছাপিয়ে গিয়েছেন শাহিন।

বাংলাদেশের তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত ও মাহমুদুল্লাকে আউট করেন শাহিন। তার ফলে চলতি বিশ্বকাপে ৭ ম্যাচে ১৬টি উইকেট হল তাঁর। এ বারের প্রতিযোগিতাতে উইকেটের তালিকায় তিনি শীর্ষে। পাকিস্তানের হয়ে বিশ্বকাপে ৩২টি উইকেট হল শাহিনের। শ্বশুর আফ্রিদির উইকেটের সংখ্যা ছিল ৩০। আখতারও বিশ্বকাপে পাকিস্তানের হয়ে ৩০টি উইকেট নিয়েছেন। দু’জনকেই মঙ্গলবার টপকে গিয়েছেন শাহিন।

পাকিস্তানের হয়ে বিশ্বকাপে উইকেটের তালিকায় এখন চার নম্বরে রয়েছেন শাহিন। তালিকায় সবার উপরে ওয়াসিম আক্রম। পাকিস্তানের এই প্রাক্তন অধিনায়ক বিশ্বকাপে ৫৫টি উইকেট নিয়েছেন। দ্বিতীয় স্থানে থাকা ওয়াহাব রিয়াজের উইকেটের সংখ্যা ৩৫। তৃতীয় স্থানে আছেন ইমরান খান। পাকিস্তানের একমাত্র বিশ্বকাপজয়ী অধিনায়ক নিয়েছেন ৩৪টি উইকেট।

চলতি বিশ্বকাপের সেমিফাইনালে যদি পাকিস্তান না-ও উঠতে পারে, তার পরেও অন্তত আরও দু’টি ম্যাচ খেলবেন শাহিন। সে ক্ষেত্রে এ বারই ইমরান ও ওয়াহাবকে টপকে দ্বিতীয় স্থানে উঠে আসতে পারেন তিনি। তবে আক্রমকে টপকাতে এখনও অনেক সময় লাগবে শাহিনের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE