ভারত-পাকিস্তান সংঘর্ষ বন্ধ হলেও উত্তেজনা এখনও সম্পূর্ণ কমেনি। তার মধ্যেই আবার ১৭ মে থেকে আইপিএল শুরুর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এই পরিস্থিতিতে কত জন বিদেশি ক্রিকেটারকে পাওয়া যাবে তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। বিসিসিআই কর্তারা অবশ্য কোমর বেঁধে নেমেছেন বিদেশি ক্রিকেটার-কোচদের ফিরিয়ে আনতে।
আইপিএল স্থগিত হওয়ার পর বিদেশি ক্রিকেটার, কোচেরা ফিরে গিয়েছেন নিজেদের দেশে। বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, সানরাইজার্স হায়দরাবাদের দুই ক্রিকেটার প্যাট কামিন্স এবং ট্রেভিস হেড পুরো আইপিএল খেলতে রাজি হয়েছেন। কিন্তু অধিকাংশই এই পরিস্থিতিতে ফিরে আসতে চাইছেন না। তাঁদের রাজি করাতে বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের কর্তাদের সঙ্গে কথা বলছেন আইপিএলের সিওও হেমাঙ্গ আমিন। তিনি ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এবং ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। আমিন বলেছেন, ‘‘বিদেশের বোর্ডগুলোর সঙ্গে আমরা কথা বলছি। দলগুলিও তাদের ক্রিকেটারদের সঙ্গে কথা বলছে। আমরা আশা করছি অধিকাংশ বিদেশি ক্রিকেটারই পুরো আইপিএল খেলতে রাজি হবেন।’’
আবার ভারতে আসার বিষয়টি ক্রিকেটারদের ব্যক্তিগত সিদ্ধান্তের উপর ছেড়ে দিয়েছেন সিএ কর্তারা। ইসিবি কর্তারা তাঁদের আন্তর্জাতিক সূচির কথা বলেছেন। কিন্তু সরাসরি বেঁকে বসেছেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার কর্তারা। বিসিসিআইয়ের পক্ষ থেকে বোঝানো হচ্ছে, পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। নিরাপত্তার কোনও সমস্যা হবে না। কিন্তু নতুন করে আবার পরিস্থিতি জটিল হবে না, এই নিশ্চয়তা বোর্ড কর্তারা দিতে পারছেন না। আইপিএলের এক কর্তা বলেছেন, ‘‘বিদেশি ক্রিকেটারেরা অনেকেই সংঘর্ষের সময় ভীত হয়ে পড়েছিলেন। এতে অস্বাভাবিক কিছু নেই। বিসিসিআই তাঁদের নিরাপদে দেশে ফিরিয়ে দিয়ে দেখিয়ে দিয়েছে, ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টিকে আমরা কতটা গুরুত্ব দিই। এখন পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। ক্রিকেটারদের ফিরে আসা উচিত। যদিও বিপদ সম্পূর্ণ কাটেনি।’’ দু’দেশের মধ্যে উত্তেজনার যে পরিস্থিতি রয়েছে, তা অজানা নয় বিদেশের ক্রিকেটার এবং কর্তাদের। ফলে সংশয় থাকছেই।
চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন বলেছেন, ‘‘নতুন সূচি ঘোষণার পর আমরা আমাদের বিদেশি ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেছি। আশা করছি বুধবারের মধ্যে ছবিটা পরিষ্কার হয়ে যাবে। আমাদের খেলা ২০ মে। হাতে যথেষ্ট সময় রয়েছে।’’
আরও পড়ুন:
পঞ্জাব কিংসের কোচ রিকি পন্টিং বিদেশিদের বোঝানোর দায়িত্ব নিজে নিয়েছেন। তবু অস্ট্রেলিয়ারই দুই ক্রিকেটার মার্কাস স্টোইনিস এবং জস ইংলিশ ফিরতে রাজি নন। পঞ্জাবের বাকি ক্রিকেটারেরা ফিরে আসবেন বলেই আশা দল কর্তৃপক্ষের। কত জন বিদেশি ক্রিকেটারকে আইপিএলের দ্বিতীয় দফায় পাওযা যাবে, তা নিয়ে আইপিএলের কোনও দলই নিশ্চিত নয়।