আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে দাঁড়াতে পারেনি পঞ্জাব কিংস। আট উইকেটে হেরেছে তারা। ১০ ওভার বাকি থাকতে ম্যাচ জিতেছে বেঙ্গালুরু। লজ্জার এই হার ভুলতে চান না পঞ্জাবের অধিনায়ক শ্রেয়স আয়ার। এই ভুল থেকে শিক্ষা নিয়েই পরের ম্যাচে জয়ে ফিরতে চান তিনি।
সাধারণত বাজে ভাবে কোনও ম্যাচ জিতলে তা ভুলে যেতে চান অধিনায়কেরা। তবে শ্রেয়স সেই দলে পড়েন না। তাই বেঙ্গালুরুর কাছে হেরে তিনি বলেন, “এই দিনটা ভুলব না।” শ্রেয়সের মতে, তাঁদের পরিকল্পনায় কোনও ভুল ছিল না। কিন্তু তা মাঠে নেমে কাজে লাগাতে পারেননি তাঁরা। শ্রেয়স বলেন, “সত্যি বলতে, যে যে সিদ্ধান্ত নিয়েছি তা নিয়ে আমার মনে কোনও সন্দেহ নেই। মাঠের বাইরে আমরা যা পরিকল্পনা করেছিলাম তা একদম ঠিক ছিল। কিন্তু মাঠে তা কাজে লাগাতে পারিনি। তাই হেরেছি।”
প্রথমে ব্যাট করে ১৪.১ ওভারে ১০১ রান অল আউট হয়ে গিয়েছে পঞ্জাব। ফলে বোলারদের কিছু করার ছিল না। সেই কারণে বোলারদের কোনও দোষ দিতে চান না অধিনায়ক। শ্রেয়স বলেন, “আমরা শুরুতেই পর পর উইকেট হারিয়েছি। সেখান থেকে আর ফিরতে পারিনি। তাই বোলারদের কোনও দোষ দিতে চাই না। এই ধরনের উইকেটে আমাদের ব্যাটিং আরও ভাল করতে হবে। আমরা পেশাদার। তাই কোনও অজুহাত দিতে চাই না। এই ম্যাচের ভুল শুধরে পরের ম্যাচে নামব।”
আরও পড়ুন:
এখনও ফাইনালে ওঠার সুযোগ রয়েছে পঞ্জাবের। তবে তার জন্য দ্বিতীয় কোয়ালিফায়ার জিততে হবে তাদের। এত বড় হারের পরেও আত্মবিশ্বাসী শ্রেয়স। তিনি জানেন, একটা ম্যাচ হারলেও ফেরার সুযোগ রয়েছে। আসল লক্ষ্য ফাইনাল জেতা। সেটা মাথায় রেখেই ফিরতে চান তিনি। তাই কথা শেষ করার আগে পঞ্জাব অধিনায়ক বলেন, “আজকের লড়াইটা হেরেছি। যুদ্ধ এখনও বাকি।”