লক্ষ্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আর্থিক লাভ। তাই নিজের জন্য বরাদ্দ ভিআইপি হসপিটালিটি বক্স বিক্রি করে দিতে বললেন চেয়ারম্যান মহসিন নকভি। ৩০ আসনবিশিষ্ট সেই বক্সের ভাড়া চার লক্ষ দিরহাম বা ৯৪ লক্ষ টাকা। সেটিই বিক্রি করে দেওয়ার নির্দেশ দিয়েছেন নকভি। নিজে সাধারণ দর্শকদের সঙ্গে বসেই ভারত-পাকিস্তান ম্যাচ দেখবেন।
পাকিস্তানের এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নকভিকে দুবাই স্টেডিয়ামের একটি ভিআইপি বক্স দেওয়া হয়েছিল। সেখানে তিনি পরিবার এবং অতিথিদের নিয়ে খেলা দেখার সুযোগ পেতেন। তবে সেই বক্স বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সাধারণ দর্শকাসন থেকেই ভারত-পাকিস্তান ম্যাচ দেখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এমিরেটস ক্রিকেট বোর্ডকে এই সিদ্ধান্ত জানিয়ে বলে দিয়েছেন, ভারত ম্যাচে পাকিস্তানের দর্শকেরা কী ভাবে দেশকে সমর্থন করেন সেটা চোখের সামনে দেখতে চান।
এ ছাড়া নকভি জানিয়েছেন, করাচি, লাহোর এবং রাওয়ালপিন্ডি স্টেডিয়াম নতুন করে নির্মাণে যে ১৮০০ কোটি টাকা খরচ হয়েছে তার পুরোটাই বহন করবে পিসিবি। আইসিসি বা অন্য কারও সাহায্য নেওয়া হবে না। এর জন্য টিকিট বিক্রি এবং অন্যান্য খাতে পাওয়া অর্থ কাজে লাগানো হবে।
আরও পড়ুন:
একটি সাক্ষাৎকারে নকভি উচ্ছ্বাস প্রকাশ করেছেন পাকিস্তানে ৩০ বছর পর আইসিসি প্রতিযোগিতা হওয়া নিয়ে। তিনি বলেছেন, “১৯৯৬ বিশ্বকাপের পর থেকে স্টেডিয়ামগুলোর উন্নতি করা হয়নি। তার পর থেকে বিশ্বক্রিকেটের মানচিত্র বদলে গিয়েছে। পাকিস্তানও যে আন্তর্জাতিক ক্রিকেটে বড় মাপের প্রতিযোগিতা আয়োজন করতে পারে, সেটা দেখানোর এটাই সেরা সুযোগ। ক্রিকেটার, কর্তা এবং সমর্থকদের জন্য সর্বোচ্চ পর্যায়ের পরিষেবা দেওয়া হবে।”