Advertisement
০৩ মে ২০২৪
Pakistan Cricket Board

বৃষ্টির জন্য এশিয়া কাপের বাকি ম্যাচ কি সরতে পারে পাকিস্তানে? জবাব দিলেন পাক বোর্ডের প্রধান

বৃষ্টির জন্য বার বার এশিয়া কাপের ম্যাচ বিঘ্নিত হচ্ছে। কলম্বোয় বৃষ্টির পূর্বাভাস। সেখান থেকে সুপার ফোরের সব ম্যাচ সরে যেতে পারে। সে ক্ষেত্রে খেলাগুলি কি পাকিস্তানে হবে?

rain

ভারত-পাকিস্তান ম্যাচ বৃষ্টির কারণে পুরো খেলা হয়নি। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৩ ২১:১৪
Share: Save:

এশিয়া কাপের ম্যাচ কি শ্রীলঙ্কা থেকে সরতে পারে পাকিস্তানে? পাক বোর্ডের (পিসিবি) প্রধানের কথায় সেরকমই ইঙ্গিত মিলেছে। বৃষ্টির জন্য শ্রীলঙ্কায় এশিয়া কাপের ম্যাচ বার বার বিঘ্নিত হচ্ছে। সুপার ফোরের সব ম্যাচ শ্রীলঙ্কার কলম্বোয় হওয়ার কথা। কিন্তু বৃষ্টির পূর্বাভাস থাকায় কলম্বো থেকে ম্যাচগুলি সরানোর কথা ভাবা হচ্ছে। এই পরিস্থিতিতে পাক বোর্ডের প্রধান জানিয়েছেন, পাকিস্তানে খেলাগুলি করা যায় কি না, তাঁরা ভেবে দেখছেন।

সোমবার পিসিবি চেয়ারম্যান জাকা আশরফকে জিজ্ঞেস করা হয় যে, বৃষ্টির কারণে সুপার ফোরের ম্যাচ পাকিস্তানে সরিয়ে আনা হবে কি না। উত্তরে আশরফ একটিই শব্দ বলেন, “ভাবছি”। এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। কিন্তু ভারত সে দেশে খেলতে রাজি না হওয়ায় শ্রীলঙ্কাকেও প্রতিযোগিতা আয়োজনের যৌথ দায়িত্ব দেওয়া হয়। ভারত তাদের সব ম্যাচ শ্রীলঙ্কাতেই খেলছে। ফলে পাকিস্তানে বাকি খেলা হলে ভারত (যদি সুপার ফোরে ওঠে) সেখানে গিয়ে খেলতে রাজি হবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে।

এশিয়া কাপে আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা ম্যাচ দেখতে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান রজার বিন্নী এবং সহ-সভাপতি রাজীব শুক্ল গিয়েছেন পাকিস্তানে। জাকা আশরফ তাঁদের সঙ্গে দেখা করেছেন। পাক বোর্ডের আমন্ত্রণেই পাকিস্তান সফরে গিয়েছেন বিন্নীরা। তাঁদের সঙ্গে কি শ্রীলঙ্কা থেকে ম্যাচ সরানো নিয়ে আলোচনা হবে পাক বোর্ডের কর্তাদের? এর জবাবেই আশরাফ বলেন, ‘‘ভাবছি’’।

ভারত-পাকিস্তান ম্যাচ ছিল শ্রীলঙ্কার ক্যান্ডিতে। বৃষ্টির কারণে সেই ম্যাচ পুরো খেলা সম্ভব হয়নি। সোমবার ভারত-নেপাল ম্যাচেও মাঝে মধ্যেই বাধা হয়ে দাঁড়াচ্ছে বৃষ্টি।

বিন্নী বা শুক্লা অবশ্য পাকিস্তানে প্রতিযোগিতা সরে যাওয়ার সম্ভাবনা নিয়ে কিছুই বলেননি। দু’দিনের জন্য পাকিস্তানে গিয়েছেন বিন্নী। সে দেশে পৌঁছনোর পর ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান বলেন, “পাকিস্তানে এসে ভাল লাগছে। ২০০৫ সালে শেষ বার পাকিস্তানে এসেছিলাম। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের তরফে পেসারদের নিয়ে কাজ করার জন্য সে বার এসেছিলাম। এখানে খুব ভাল অভ্যর্থনা পেয়েছি। আমাদের আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। মঙ্গলবার শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান ম্যাচ দেখব আমরা।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE