Advertisement
০২ মে ২০২৪
Asia Cup

ছোটদের এশিয়া কাপের ফাইনালে সামনে পাকিস্তান, ১০ বছর পরে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে ভারত

রবিবার এমার্জিং এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ভারত এ ও পাকিস্তান এ। ১০ বছর পরে আবার এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে ভারতের সামনে।

india cricketers

বাংলাদেশকে হারিয়ে এমার্জিং এশিয়া কাপের ফাইনালে উঠে উল্লাস ভারতীয় ক্রিকেটারদের। ছবি: টুইটার

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২২ জুলাই ২০২৩ ২১:২৪
Share: Save:

২০১৩ সালে প্রথম বার এমার্জিং এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছিল ভারত এ। পরের তিন বার ব্যর্থ হয়েছে তারা। তার মধ্যে এক বার ফাইনালে শ্রীলঙ্কা এ-র কাছে হারতে হয়েছে। এ বার আবার চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ভারত এ-র। ১০ বছর পরে আবার ছোটদের ক্রিকেটে এশিয়া সেরা হওয়ার লক্ষ্যে রবিবার পাকিস্তানের বিরুদ্ধে নামবেন যশ ঢুলেরা।

দু’দলের মধ্যে মানসিক ভাবে হয়তো কিছুটা এগিয়ে থাকবে ভারত। কারণ, এই প্রতিযোগিতায় গ্রুপ পর্বে পাকিস্তানকে সহজেই হারিয়েছে ভারত। সেই ম্যাচের কথা মাথায় থাকবে দু’দলের। তবে ভারত-পাকিস্তান ম্যাচে কেউ এগিয়ে নামে না। যে কোনও দিন যে কোনও দল ম্যাচ জিততে পারে। সুতরাং, আগে থেকে ভবিষ্যদ্বাণী করা কঠিন।

এ বারের এমার্জিং এশিয়া কাপে এখনও পর্যন্ত সব ক’টি ম্যাচ জিতেছে ভারত। কঠিন পরিস্থিতি থেকেও বেরিয়ে এসেছে তারা। তার সব থেকে বড় উদাহরণ সেমিফাইনাল। বাংলাদেশের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে মাত্র ২১১ রান করেছিল ভারত। বাংলাদেশের শুরুটা যে ভাবে হয়েছিল তাতে মনে হচ্ছিল ভারত হেরে যাবে। কিন্তু দলকে ম্যাচে ফেরান দুই স্পিনার নিশান্ত সিন্ধু ও মানব সুতার। তাঁদের দাপটে বাংলাদেশকে ৫১ রানে হারিয়ে ফাইনালে ওঠে ভারত।

ভারতীয় দলের মূল শক্তি দলগত খেলা। এই দলের কয়েক জন ক্রিকেটারের আইপিএলে খেলার অভিজ্ঞতা রয়েছে। অধিনায়ক যশ, সহ-অধিনায়ক অভিষেক শর্মা, ব্যাটার রিয়ান পরাগ, বোলার রাজবর্ধন হাঙ্গারগেকর তাঁদের মধ্যে অন্যতম। বাকিরা তরুণ হলেও এশিয়া কাপের মতো প্রতিযোগিতার চাপ সামলাতে সক্ষম। চলতি প্রতিযোগিতায় যে ভাবে তারা খেলেছে তাতে ফুরফুরে মেজাজেই খেলতে নামবে ভারত।

অন্য দিকে পাকিস্তান দলেও আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ নেওয়ার চার জন ক্রিকেটার রয়েছেন। তাঁরা হলেন, মহম্মদ ওয়াসিম, মহম্মদ হ্যারিস, সাহিবজ়াদা ফারহান ও আরশাদ ইকবাল। এ ছাড়া আমাদ বাট ও ওমর ইউসুফ পাকিস্তান সুপার লিগে খেলেছেন। তাই পাকিস্তানকেও হালকা ভাবে নেওয়া যাবে না। ফাইনালের চাপ যে দল আগে সামলাতে পারবে সেই দলই এগিয়ে থাকবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Asia Cup India A Pakistan Cricket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE