Advertisement
E-Paper

সাড়ে ১১ কোটি টাকা পকেটে নিয়েও আইপিএলের নিলামে চুপ করে বসে থাকবে একটি দল! কোনও ক্রিকেটার কিনতে চায় না তারা

আইপিএলের আসন্ন নিলামের পরিকল্পনা শুরু করে দিয়েছে দলগুলি। ব্যতিক্রম একটি দল। তারা এ বার নতুন কোনও ক্রিকেটারকে দলে নিতে আগ্রহী নয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৫ ১৩:০২
picture of cricket

আইপিএলের নিলাম। —ফাইল চিত্র।

আইপিএলের আগামী নিলামে নতুন করে দল গোছাতে চাইছে অধিকাংশ ফ্র্যাঞ্চাইজ়ি। চেন্নাই সুপার কিংস, কলকাতা নাইট রাইডার্স, লখনউ সুপার জায়ান্টসের মতো দলগুলির কর্তৃপক্ষ পরিকল্পনা শুরু করে দিয়েছেন। পঞ্জাব সুপার কিংস কর্তৃপক্ষ অবশ্য আসন্ন নিলাম নিয়ে চিন্তিত নন। দলের অন্যতম কর্ণধার নেস ওয়াদিয়া জানিয়েছেন, এ বারের নিলাম তাঁদের কাছে নিয়মরক্ষা ছাড়া কিছু নয়।

ডিসেম্বরের ১৫ অথবা ১৬ তারিখ আবু ধাবিতে হবে আইপিএলের নিলাম। পঞ্জাব কর্তৃপক্ষের হাতে রয়েছে ১১ কোটি ৫০ লাখ টাকা। আরও চার জন ক্রিকেটার নেওয়ার সুযোগ রয়েছে তাঁদের। কিন্তু আগামী নিলামে কোনও ক্রিকেটার কিনতে ইচ্ছুক নন ওয়াদিয়ারা।

গত মরসুমে শ্রেয়স আয়ারকে অধিনায়ক করেছে পঞ্জাব। কোচ হিসাবে নিয়োগ করা হয়েছে রিকি পন্টিংকে। গত বারের বড় নিলামে ভারসাম্যযুক্ত দলও তৈরি করেছে পঞ্জাব। কর্তৃপক্ষ মনে করছেন, চ্যাম্পিয়ন হওয়ার মতো দল তাঁরা তৈরি করেছেন। তাই অকারণে দলে পরিবর্তন চাইছেন না তাঁরা।

সংবাদসংস্থা পিটিআইকে ওয়াদিয়া বলেছেন, ‘‘সত্যি বলতে আমাদের এ বারের নিলামে যাওয়ার প্রয়োজনই নেই। আমাদের দল যথেষ্ট শক্তিশালী। হয়তো আমরা আরও একটু শক্তিবৃদ্ধির চেষ্টা করব।’’ তিনি আরও বলেছেন, ‘‘গত বছর জেড্ডার নিলামটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। পন্টিং এবং আয়ার দু’জনে একসঙ্গে কাজ করছে। আমাদের অন্য সাপোর্ট স্টাফেরাও দারুণ। সব মিলিয়ে আমরা বেশ স্বস্তিকর অবস্থায় রয়েছি।’’

গ্লেন ম্যাক্সওয়েলের মতো অলরাউন্ডারকে এ বার ছেড়ে দিয়েছেন পঞ্জাব কর্তৃপক্ষ। আগামী মরসুমে পাওয়া যাবে না বলে ছেড়ে দেওয়া হয়েছে জশ ইংলিসকেও। এ ছাড়া প্রবীণ দুবে, কুলদীপ সেন, বিষ্ণু বিনোদকে ছেড়ে দেওয়া হয়েছে। এই তিন ক্রিকেটার অবশ্য গত মরসুমে প্রথম একাদশে ছিলেন না। তবু নতুন ক্রিকেটার নেওয়ার আগ্রহ নেই পঞ্জাব কর্তৃপক্ষের।

ওয়াদিয়া বলেছেন, ‘‘আমাদের আসল লক্ষ্য এখনও পূরণ হয়নি। আমরা আইপিএল চ্যাম্পিয়ন হতে চাই। গত মরসুমে আমরা ভাল পারফর্ম করেছি। এ বারও তেমন পারফর্ম করতে চাই আমরা। ধারাবাহিকতা ধরে রাখতে হবে আমাদের। কারণ চ্যাম্পিয়ন হওয়ার চেয়ে ভাল কিছু হতে পারে না।’’

দলের শক্তি, ভারসাম্য নিয়ে খুশি ওয়াদিয়া। অকারণ রদবদল করে দলের পরিবেশ পরিবর্তন করতে চাইছেন না তিনি। আইপিএলের আগামী নিলামে কোনও ক্রিকেটারের জন্য ঝাঁপাতে চান না তাঁরা। নিয়ম নেমে নিলামে অংশগ্রহণ করবেন। প্রথম একাদশে আসতে পারেন, এমন কোনও ক্রিকেটারকে পাওয়ার সম্ভাবনা থাকলে তবেই তাঁকে নেওয়ার চেষ্টা করা হবে বলে ইঙ্গিত দিয়েছেন পঞ্জাবের অন্যতম কর্ণধার।

Punjab Kings Shreyas Iyer Ness Wadia
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy