Advertisement
E-Paper

পাকিস্তানে হানা পঞ্জাবের! বাবরের দলের ক্রিকেটারকে তুলে নিলেন শ্রেয়সেরা

কলকাতায় এসে অনুশীলনে আঙুলে চোট পেয়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। আইপিএলে আর খেলতে পারবেন না। তাই পিএসএলের দল পেশোয়ার জ়ালমি থেকে মিচেল ওয়েনকে নিল পঞ্জাব কিংস।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ মে ২০২৫ ১৭:০৮
picture of Babar Azam

বাবর আজ়ম। ছবি: এক্স (টুইটার)।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ‘সার্জিকাল স্ট্রাইক’ আইপিএলের। চোট পেয়ে আইপিএল থেকে ছিটকে গিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। পিএসএলের দল পেশোয়ার জ়ালমি থেকে তাঁর পরিবর্ত ক্রিকেটার খুঁজে নিলেন পঞ্জাব কিংস কর্তৃপক্ষ।

অনুশীলনে আঙুলে চোট পেয়েছেন ম্যাক্সওয়েল। আঙুলের হাড় ভেঙে গিয়েছে তাঁর। সুস্থ হতে মাস খানেক সময় লাগবে। অস্ট্রেলীয় অলরাউন্ডারকে বাকি প্রতিযোগিতায় পাবেন না শ্রেয়স আয়ারেরা। তাই পরিবর্তের খোঁজে ছিলেন পঞ্জাব কর্তৃপক্ষ। ম্যাক্সওয়েলের পরিবর্ত হিসাবে নেওয়া হচ্ছে মিচেল ওয়েনকে। গত বিগ ব্যাশ লিগে (বিবিএল) ফাইনালে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছিলেন ওয়েন। তিনি এখন পিএসএস খেলতে ব্যস্ত বাবর আজ়মের নেতৃত্বাধীন পেশোয়ার জ়ালমির হয়ে। তবু তাঁর সঙ্গেই চুক্তি করলেন পঞ্জাব কর্তৃপক্ষ।

পঞ্জাব শিবিরে ওয়েন যোগ দেবেন পিএসএলে পেশোয়ার জ়ালমির খেলা শেষ হওয়ার পর। পাকিস্তানের দলটির সঙ্গে চুক্তি ভেঙে তিনি আসবেন না। পিএসএলে বাবরদের লিগ পর্বের শেষ ম্যাচ ৯ মে লাহোর কালান্ডার্সের বিরুদ্ধে। পয়েন্ট টেবলে পঞ্চম স্থানে রয়েছেন বাবরেরা। প্রতিযোগিতার প্লে-অফে যাওয়ার সম্ভাবনা রয়েছে পেশোয়ারের। তাঁরা ফাইনালে উঠলে ১৮মের পর পঞ্জাব ওয়েনকে পাবে। পেশোয়ার পিএসএলের ফাইনাল পর্যন্ত পৌঁছোলে ওয়েনকে পেতে হলে শ্রেয়সদেরও আইপিএলের প্লে-অফে উঠতে হবে। না-পাওয়ার সম্ভাবনা থাকলেও অস্ট্রেলীয় ব্যাটারের সঙ্গে ৩ কোটি টাকার চুক্তি হয়েছে পঞ্জাব কর্তৃপক্ষের। তিনি কবে দলের সঙ্গে যোগ দেবেন, তা জানাতে পারেনি পঞ্জাব।

বিবিএলে ৩৯ বলে শতরান করে নজর কাড়েন ওয়েন। প্রতিযোগিতায় ১১টি ম্যাচে ৪৫.২০ গড়ে ৪৫২ রান করেছিলেন। ২৩ বছরের ক্রিকেটার এখনও আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি। মিডল অর্ডারের ব্যাটিংয়ের পাশাপাশি ডান হাতে পেস বলও করতে পারেন তিনি। ম্যাক্সওয়েল এ বার ফর্মে ছিলেন না। সাতটি ম্যাচ খেলে ৪৮ রান করেন। উল্লেখ্য, পিএসএল শুরুর আগেই করবিন বশকে সই করিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স।

Punjab Kings PSL Glenn Maxwell Babar Azam
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy