১৯০ মিনিট। ১২৮ বল। ৩৯ রান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০২১ সালে সিডনি টেস্টের দ্বিতীয় ইনিংসে রবিচন্দ্রন অশ্বিনের ব্যাটিংয়ের প্রশংসা হয়েছিল। অর্ধশতরান, শতরান কিছুই করেননি ভারতীয় ক্রিকেটার। খেলেননি ম্যাচ জেতানো ইনিংসও। তা হলে কেন এই প্রশংসা। কারণ, অশ্বিনের ইনিংস টেস্ট বাঁচিয়ে দিয়েছিল। পিঠের যন্ত্রণা নিয়ে তিন ঘণ্টার বেশি ব্যাট করেছিলেন। কী ভাবে হয়েছিল অসাধ্য সাধন। সে কথা নিজেই জানালেন অশ্বিন।
সিডনি টেস্টের পঞ্চম দিন সকালে ব্যাট করতে নামার আগে ঠিক করে হাঁটতেও পারছিলেন না অশ্বিন। সেই সময় তাঁর পাশে ছিলেন স্ত্রী প্রীতি ও মেয়ে আকিরা। এক সাক্ষাৎকারে অশ্বিন বলেন, ‘‘ব্যথা এতটাই বেড়ে গিয়েছিল যে হোটেলের ঘরে হামাগুড়ি দিচ্ছিলাম। স্ত্রী আর মেয়ে কোনও মতে আমাকে দাঁড় করায়। দলের ফিজিয়োকে খবর দেয়। ফিজিয়ো ব্যথা কমানোর ওযুধ দেয়।’’ অশ্বিন আরও জানান, স্ত্রী তাঁকে ভরসা দিয়েছিলেন। বলেছিলেন, দেশের সবাই তাঁর দিকে তাকিয়ে। তাই যন্ত্রণা নিয়েও খেলা চালিয়ে যান অশ্বিন।