বেঙ্গালুরুতে পদপিষ্ট হওয়ার ঘটনা নিয়ে মুখ খুললেন রাহুল দ্রাবিড়।
একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মর্মান্তিক ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে ভারত এবং আরসিবির প্রাক্তন অধিনায়ক বলেন, ‘‘সত্যি মর্মান্তিক একটা ঘটনা ঘটে গেল। অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। এই রকম ঘটনা ঘটা উচিত হয়নি।’’
আইপিএল জেতার পরে আরসিবির বিজয়োৎসবের সময় চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে দর্শকদের ভিড়ে পদপিষ্ট হয়ে মারা যান ১১ জন। বিজয়োৎসব ঢেকে যায় শোকে। ওই ঘটনা নিয়ে দ্রাবিড় আরও বলেছেন, ‘‘খেলার প্রতি বেঙ্গালুরু শহরটার আবেগ বরাবরই খুব বেশি। আমি এই শহরেরই ছেলে। এখানে সবাই সব খেলা ভালবাসে, শুধু ক্রিকেট নয়।’’ আরও বলেন, ‘‘প্রায় সব খেলার খবর রাখে লোকে। সেটা ফুটবল হোক কী কবাডি।’’
প্রথম আইপিএলে আরসিবির অধিনায়ক ছিলেন দ্রাবিড়। বর্তমানে তিনি রাজস্থান রয়্যালসের মেন্টর। বেঙ্গালুরুর দুর্ঘটনা নিয়ে দ্রাবিড় এও বলেন, ‘‘দুর্ভাগ্যবশত এমন ঘটনা ঘটে গেল। খুবই মর্মান্তিক ব্যাপার। যারা এই ঘটনায় প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন তাঁদের পরিবারের প্রতি পূর্ণ সমবেদনা জানাই।’’
এই ঘটনার পরে কর্নাটক রাজ্য ক্রিকেট সংস্থার দুই কর্তা পদত্যাগ করেন। আরসিবির এক পদাধিকারীকেও পুলিশ গ্রেফতার করেছে। গাফিলতির জন্য কর্নাটক সরকারর দিকেও অনেকে আঙুল তুলেছেন। দ্রাবিড় অবশ্য এই রাজনৈতিক চাপানউতরের মধ্যে যেতে চান না। কর্নাটক ক্রিকেট সংস্থা বা অন্য কাউকে এই ঘটনার জন্য নির্দিষ্ট ভাবে দায়ী করতে চান না দ্রাবিড়।
বেঙ্গালুরুর ঘটনার পরে শোকস্তব্ধ হয়ে পড়েছিলেন বিরাট কোহলিও। ইনস্টাগ্রামে বিরাট লিখেছিলেন, ‘‘এই ঘটনায় ভাষা হারিয়ে ফেলেছি।’’ দুর্ঘটনার পরেও চিন্নাস্বামী স্টেডিয়ামের ভিতরে বিজয়োৎসব চালিয়ে যাওয়ার জন্য সমালোচনার মুখে পড়ে আরসিবি। পরে তারা জানায়, খবর পাওয়ার পরেই অনুষ্ঠান সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছিল।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)