Advertisement
১১ মে ২০২৪
Jaydev Unadkat

২ ওভারে ৫ উইকেট! উনাদকাটের হ্যাটট্রিকে কাঁপছে দিল্লি, রঞ্জিতে ইতিহাস বাঁহাতি পেসারের

কিছু দিন আগেই ভারতের টেস্ট দলে প্রত্যাবর্তন হয়েছে উনাদকাটের। এক যুগ পর টেস্ট দলে ফিরেছিলেন তিনি।

কিছু দিন আগেই ভারতের টেস্ট দলে প্রত্যাবর্তন হয়েছে জয়দেব উনাদকাটের।

কিছু দিন আগেই ভারতের টেস্ট দলে প্রত্যাবর্তন হয়েছে জয়দেব উনাদকাটের। —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৩ ১১:১১
Share: Save:

লাল বলের ক্রিকেটে জয়দেব উনাদকাটের ভাল সময় চলছেই। ১২ বছর পর ভারতীয় ক্রিকেটে প্রত্যাবর্তনের পর এ বার রঞ্জিতে ইতিহাস গড়লেন তিনি। ঘরের মাঠে দিল্লির উপর রোলার চালালেন সৌরাষ্ট্রের উনাদকাট। নিজের প্রথম দু’ওভারেই তুলে নিলেন ৫ উইকেট। একটা সময় দিল্লির স্কোরবোর্ড দেখে বোঝা যাচ্ছিল না কোনটা রান আর কোনটা উইকেট। শূন্য রানে ৩ উইকেট হারায় দিল্লি। একের পর এক ব্যাটার আসেন এবং ফিরে যান। ঘাতক উনাদকাট। হ্যাটট্রিক করেন তিনি। রঞ্জির ইতিহাসে প্রথম কোনও বোলার ম্যাচের প্রথম ওভারেই হ্যাটট্রিক করলেন।

কিছু দিন আগেই ভারতের টেস্ট দলে প্রত্যাবর্তন হয়েছে উনাদকাটের। এক যুগ পর টেস্ট দলে ফিরেছিলেন তিনি। বাংলাদেশের বিরুদ্ধে সেই ম্যাচ খেলতে নেমে জীবনের প্রথম টেস্ট উইকেটও পান উনাদকাট। সেই সিরিজ় শেষে তিনি ফিরে গিয়েছেন ঘরোয়া ক্রিকেটে। যেখানে দিল্লির বিরুদ্ধে খেলতে নেমে নিজের প্রথম ২ ওভারে নিলেন ৫ উইকেট। দিল্লির প্রথম চার ব্যাটারই ফিরে যান শূন্য রানে। দিল্লির তরুণ অধিনায়ক যশ ঢুলকে ফিরিয়ে হ্যাটট্রিক করেন উনাদকাট। প্রথম ওভারের তৃতীয় বলে দিল্লির ওপেনার ধ্রুব শোরেকে বোল্ড করেন তিনি। পরের বলে বৈভব রাওয়াল ক্যাচ দেন হার্ভিক দেশাইয়ের হাতে। পঞ্চম বলে এলবিডব্লিউ হন যশ।

পরের ওভারে অন্য ওপেনার আয়ুষ বাদোনিকে ফেরান সৌরাষ্ট্রের পেসার চিরাগ জানি। তৃতীয় ওভারে বল করতে এসে উনাদকাট তুলে নেন জন্টি সিধু এবং ললিত যাদবকে। এঁদের মধ্যে শুধু জন্টি ৪ রান করেন। বাকি কেউই রান পাননি। দিল্লির উইকেটরক্ষক লক্ষ্য কুমারকেও ফেরান উনাদকাট। ৬টি উইকেট তুলে নিয়েছেন তিনি। ১৫ ওভার শেষে দিল্লির স্কোর ৫৩ রানে ৮ উইকেট।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE